এর আগেও আমি আইকন নিয়ে টিউন করেছিলাম এবং টিউনটি ছিল এ রকম যে "নিজেই বানান আইকন কোন সফটওয়ার ছাড়াই"। আজ আমি আবাও আইকন তৈরির কৌসল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিন্তু এক্ষেত্রে আপনার এডবি সফটওয়ার লাগবে। তাহলে শুরু করা জাক।
পথমে আপনাকে http://www.telegraphics.com.au/sw/ ঠিকানায় যেতে হবে এবং নিচের দেখান জায়গায় ক্লিক করতে হবে একটি প্লাগ-ইন ডাউনলোড করার জন্য।
এখানে লাল রং দ্বারা চিহ্নিত অংশে ক্লিক করুন। এটি ঐ উপরের ওয়েব সাইটের ডান দিকে নিচে পাবেন।
প্রথম ছবিতে লাল রং দ্বারা চিহ্নিত অংশে ক্লিক করার পরে যে পেজ আসবে সেখানে নিচে এরকম একটি লেখা পাবেন এবার এখানে ক্লিক করুন।
আপনার ডাউনলোড হওয়া পযর্ন্ত অপেক্ষা করুন। ডাউনলোড হওয়ার পর আনজিপ করুন এবং ভেতর থেকে ICOFormat.8bi ফাইলটি কপি করে C:\Program Files\Adobe\Adobe Photoshop CS\Plug-Ins\File Format-এ পেষ্ট করুন। এবার এডবি ফটোসপ ওপেন করুন এবং একটি ছবি বা নতুন পেজ নিন সেটিকে সাইজ দিন ২৫৬ ও ২৫৬ পিক্সেল। এবার Save As-থেকে একটি নাম দিন এবং Format-এ ICO (windows icon) (*.ico) নির্বাচন করে সেভ করুন। ব্যস এবার আপনার আইকন রেডি, এবার উপভুক করুন।
বিঃদ্রঃ আইকন আমার কাছে খুব ভাল লাগে তাই আমি বার বার আইকন নিয়ে টিউন করি।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good 🙂