আজকের দিনে opera mini মোবাইল এ ব্যাবহার করে না এমন লোক নাই বললেই চলে । কিন্তু মাঝে মধ্যে opera নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় । আমি নিজে কতো সমস্যায় পড়েছি হিসাব নেই । আজকে আমি আপনাদের opera এর বেশির ভাগ tricks জানাবো । সমস্যা গুলো এবং তাদের সমাধান নিচে দিলাম ।
#যেকোনো version এর opera তে fast browsing :
১। এই link এ যান মোবাইল এর opera দিয়ে http://www.operamini.com/portal/turbo । এখন opera থেকে exit করে আবার open করুন ।
২। এই link এ যান মোবাইল এর opera দিয়ে opera:config । দ্বিতীয় option কে yes থেকে no করুন । save দিয়ে বের হয়ে আসুন ।
#Super fast browsing :
অপেরার একটি version আছে opera mini 3 advanced । এটি সব চাইতে low version অপেরার । অন্য সব opera mini এর version থেকে এই version এ সব চাইতে fast net browsing করা যায় । আমি নিজে অবাক হয়ে গেছি । আপনারাও ব্যাবহার করে দেখতে পারেন ।low ram এর মোবাইল এর জন্য অনেক কাজে আসবে । download
*সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই version এ বাংলা দেখা যায় না এবং upload করা যায় না । কিচ্ছু করার নাই । সবকিছু এক সাথে পাওয়া যায় না । :p
#Camera ব্যাবহার করুন: opera mini 3 ( advance ) এ আপনি একটি বিশেষ সুবিধা পাবেন এতে । browser টি open করলে photo blog নামে একটি bookmark দেখবেন । এর সাহায্যে আপনি camera use করে opera দিয়ে সরাসরি ছবি তুলতে পারবেন । তবে তা save করার জন্য আপনার my opera তে একটি ID থাকতে হবে । 😉
#কিভাবে opera তে text copy paste করবেনঃ
১। copy paste এর সুবিধা দেয়া আছে opera mini 5 beta তে । download
চিত্র অনুসারে কাজ করুন...........................
advance এ যান এবং inline editing off করুন ।
যেই webpage থেকে text copy করতে চান তা open করুন । নীচের menu টি open করতে d-pad এ long press করুন ।
copy করার জন্য hit এ click করুন এবং যখন text select করা হয়ে গেছে তখন use এ click করুন ।
search with select করুন ।
up button এ click করুন এবং পরে address bar এ click করুন ।
এই ধরনের একটি box দেখবেন ।
যেভাবে text copy করেন সেভাবে copy করেন
এবার যেখানে খুশি তা paste করুন । এমনকি note pad ও !
২। যারা opera mini 5 beta use করতে চান না তারা java script এর সাহায্যে copy করতে পারেন । এই java script টি address bar এ type করে bookmark করুন । javascript:(function(){prompt('Copy from below',document.body.innerText)})() । পরবর্তীতে যেকোনো website এ এই bookmark open করুন আর text copy paste করুন । 🙂
#opera তে কিভাবে screen shot নিবেনঃ
screen shot নেয়ার জন্য আমাদের ব্যাবহার করতে হবে operamini handler called operamini421b1 ।যা অন্য opera mini এর version থেকে আলাদা । এর সাহায্যে copy paste ও করা যাবে । download
software টি open করে press Menu => Tools => Settings => General
এখন আপনি screen shot save করার path দেখতে পারবেন । নিজের পছন্দ মত path select করুন এবং save করুন ।
এখন আবার Menu => Tools => Settings => Navigation নিচে নামতে থাকুন scroll করে Shortcut box না পাওয়া পর্যন্ত ।
Edit box এ enter করুন এবং scroll করে নিচে নামতে থাকুন 44 এ Screenshot পাবেন । screen shot এ assign করে press 5 than 7 than ok এবং save করেন ।
আপনি এখন থেকে * than 7 press করে screen shot নিতে পারবেন ।
#opera তে বাংলা সহ যেকোনো ভাষা পড়ুনঃ
১। এই link এ যান opera:config । একদম last option টা yes করে save করুন । বেস কাজ শেষ ।
*বিঃ দ্রঃ opera mobile 12 এ bitmap use করা যায় না বলে বাংলা দেখা যায় না । 🙁
#opera তে বাংলা লিখুনঃ opera তে বাংলা লেখার ২ টি পদ্ধতি আছে ।
১। bangla writeable opera mini download করুন । download
২। এই link এ যান http://writebangla.com/ । তারপর write bangla on mobile -->write avro phonetic bangla (v2) or write avro phonetic bangla + fb status ( fb তে সরাসরি বাংলায় status দেয়ার জন্য ) ।
banglish input box এ english দিয়ে অভ্র style এ আপনার কাঙ্ক্ষিত বাংলা লিখুন । convert এ click করুন । বাংলা লেখা copy করে paste করুন । কাজ শেষ ।
#webpage থেকে যেকোনো ছবি download: যেকোনো website এ যান । তারপর menu==>tools==>page information==>download images .
আপনার কাঙ্খিত ছবিটি download করুন । ইচ্ছা করলে website এর logo ও download করতে পারেন ।
#webpage থেকে কাঙ্খিত word খুজে বের করাঃ website এ যান । menu==>tools==>find in page যেই word বা roll number যা খুঁজতে চান লিখুন এবং ok দিন । তা থাকলে আপনাকে দেখাবে ।
#data usage: আপনি কতো KB খরচ করেছেন এই পর্যন্ত তা এখান থেকে বের করতে পারবেন । menu==>tools==>help==>about . ইচ্ছা করলে নতুন package নেয়ার পর usage clear করে নতুন করে হিসাব রাখতে পারবেন ।
#প্রয়োজন হতে পারেঃ
১। * * ২ বার চাপুন webpage full screen এ আসবে ।
২। * # চাপুন screen পাশাপাশি আসবে ।
সব গুলো feature সহ opera mini নাই কেন ? আমার প্রশ্ন 🙁 । টিউনটি করতে যথেষ্ট সময় লাগছে । কমেন্ট না করলে রাগ করব 😉 ।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন হয়েছে। ধন্যবাদ