নিরাপদে ব্রাউজ করুনঃ ZoneAlarm Firewall

ZoneAlarm Firewall একটি ফ্রী ফায়ারওয়াল যা দিয়ে আপনি অত্যন্ত নিরাপদে ইন্টারনেটে ব্রাউক করতে পারবেন। এটি যেকোন antivirus এর সাথে ব্যবহার করতে পারবেন।

এর বৈশিষ্ট্য হলঃ

১. আপনার কোন সফটওয়্যার ইন্টারনেট এক্সেস করতে চাইলে আপনাকে তা জানিয়ে দেবে এবং সফটওয়্যারটিকে ইন্টারনেট এক্সেস দেওয়ার জন্য আপনার অনুমতি চাইবে। আপনি অনুমতি দিলে তবেই সেই প্রোগ্রামটি ইন্টারনেটে ঢুকতে পারবে। এর সুফল হল কোন অনাকাংখিত প্রোগ্রাম আপনার ইন্টারনেট ব্যবহার করে স্পিড কমিয়ে দিতে পারবে না।

২. বাইরের কোন প্রোগ্রাম আপনার কম্পিউটারে ঢুকতে পারবে না। ZoneAlarm এতটাই শক্তিশালী যে আমি এটি ইন্সটল করার ৪ ঘন্টার মধ্যে এটি ১৭ টি intrusion ঠেকিয়েছে !!
untitled-1.JPG
এছাড়া এটি কোন্ কোন্ প্রোগ্রাম ইন্টারনেট ব্যবহার করছে সেটিও দেখায়। এক কথায় অসাধারণ একটি ফায়ারওয়াল।

ফ্রী ডাউনলোড

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ারওয়াল আমার কাছে বিরক্ত লাগে। কথায় কথায় খালি চিল্লাচিল্লি করে।

শফিউল ভাই … ইন্টারনেট ব্যবহার করলে ফায়ারওয়াল থাকা দরকার । আর ZoneAlarm Firewall খুবই ভালো ফায়ারওয়াল ।

Level 0

আপনার টিউনের জন্য ধন্যবাদ। আমি Avast Home edition ব্যবহার করে নিরাপদে আছি দেড় বছর হলো। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সচেনতা।

“……..ZoneAlarm এতটাই শক্তিশালী যে আমি এটি ইন্সটল করার ৪ ঘন্টার মধ্যে এটি ১৭ টি intrusion ঠেকিয়েছে !!”

এই ১৭ টি intrusion ঠেকানোর ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন তবে আমরা জানতে পারতাম যে আসলে আমরাও একই সমস্যায় ভুগছি কি না, নিজেদের অজান্তে।

@ নূর ভাইঃ

ভাই আমি ইন্টারনেটের ব্যপারে খুব বেশি জানাশোনা মানুষ না। তবে intrusion এর ব্যপারে আমি যতদূর জানি — এটা হ্যাকার, স্পাইওয়্যার বা ম্যালওয়্যার জাতীয় intrusion.

সাবধান, সাবধান, সাবধান, ভাইয়েরা………।। এই সফটওয়্যারটা নেট স্পিড পুরা অর্ধেক করে দেয় !!! আমি এই মাত্র আবিস্কার করলাম ! আপনাদের কারো নেট স্পিড যদি এই সফটওয়্যার ব্যবহারের পর থেকে কমে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এইটা ফালায় দেন, আর দয়া করিয়া আমারে গালি-টালি দিয়েন না, ঘটনাটি অনভিপ্রেত।