অনেক এর বাবা মা আছে যে চুল এ কালার করা দেখতে পারে না।কিন্তু আমরা অনেক এ চুল এ কালার করা পছন্দ করি।যারা বাবা মায়ের জন্য চুল এ কালার করতে পারেন না তাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল পদ্ধতিতে চুল এ কালার করা 😀 ।আপনার যেই চুল এর কালার পছন্দ সেই চুল এর কালার আপনার ছবিতে দিতে পারবেন।
আজকে আপনাদের দেখবো কিভাবে Photoshop দিয়ে চুল এ কালার করতে হয়।তাহলে চলুন শুরু করা যাক।
১. প্রথমে আপনার ছবি ওপেন করেন বা যেই ছবির চুলে কালার করবেন সেই ছবি ওপেন করেন।আমি এই ছবি টা ওপেন করলাম
২.এরপর যেই ছবিটার চুল এর মত আপনার ছবির চুল এর কালার করবেন সেই ছবিটা ওপেন করেন।
৩ এবার color replacement tool ওপেন করেন নিচের ছবিতে দেখানো হল।
৪ এবার আপনি যেই ছবি টা ওপেন করলেন তার চুল এর উপর মাউস পয়েন্টার নিয়ে যান।নিচে তীর চিহ্ন দিয়ে দেখানো হল। এবার কি-বোর্ড এর Alt চাপ দিয়ে মাউস এ ক্লিক করুন।এবার দেখবেন কালার box এ সেই কালার সিলেক্ট হয়ে গেছে।
৫. এবার আপনার ছবির উপর যান এবং মাউস এর ডান বাটন ক্লিক করে রেখে সুন্দর করে আপনার চুল এর কালার করুন ব্যাস খেল খতম। 😀
এবার ফেসবুক এ ঝুলিয়ে দিন। 🙂
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো….