মাত্র (416 kb) Softwere দিয়ে Desktop অথবা Taskbar থেকেই কম্পিউটারের Sound Contorl করুন। সাথে থাকছে বাণী চিরন্তণ।

আসসালামু আলাইকুম। সবাইকে রমযানুল মোবারকের শুভেচ্ছা। আমরা অনেক সময়েই কম্পিউটারের সামনে থাকাকালীন -কিছু বিশেষ মুহুর্তে বক্স অতবা হেডফোনের সাউন্ড কমানো/বাড়ানোর জন্য তড়িঘড়ি করি। কাজটি করি ঠিকই, চিরচেনা সেই Windows এর Defult  নিয়মে। ততক্ষনে হয়তোবা বিব্রতকর অবস্থার সমুক্ষীণ হতে হয়। তাই এই সমস্যা সমাধানে আপনাদের জন্য নিয়ে আসলাম Mouse-wheel নামের মাএ (416 kb) ছোট্ট একটি Software।
এটির সাহায়্যে আপনি খুব দ্রুত Desktop অথবা Taskbar থেকেই কম্পিউটারের Sound Control করতে পারবেন। শুধুমাত্র একটি ক্লিক করে Mouse এর wheel Scroll/ ঘুরালেই সাউন্ড বাড়বে/কমবে। কম্পিউটারের ব্যবহারের নিত্যদিনের প্রয়োজনীয় এই ছোট্ট Software-টি ডাউনলোড করুন এখান থেকে।

  • বাণী চিরন্তণ

এখন আমি আপনাদের সাথে Share করবো Bani_chironton নামের একটি অসাধারণ ছোট্ট Software।এটি আপনাকে বিভিন্ন  দার্শনিক, মনীষী ও মহামানবদের বাণী  প্রদর্শন করবে। এই Software -এ বাংলা/ইংরেজী  ভার্সন আছে।

  • প্রথমে Software এখান থেকে ডাউনলোড করুন।
  • এটি মাত্র 1 MB.
  • এরপর এটি setup দিন।
  • setup দেওয়ার পর Desktop  এর ডান সাইডে Notification bar_e দেখবেন।
  • আপনি চাইলে এটিকে Desktop উপরে রাখতে পারেন। এজন্য
  • Bani_chironton টি setup দেওয়ার পর তার উপরে Right Click করে Hide me তে ক্লিক করুন্।

সুপ্রিয় টেকটিউন্স-এর টিউনার ও ভিজিটর আমি টিউনটি লেখার পর যখন Preview করি, তখন দেখলাম Mouse-wheel  দিয়ে Sound Control  নিয়েও টিউন হয়েছে। যদিও টিউনটি  করা হয়েছিল 2009, তাই নতুন করে আমার পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম।

এখন বর্ষাকল। বৃক্ষরোপণের উত্তম সময়। তাই সবার কাছে অনুরোধ সবনিম্ণ একটি হলেও গাছ লাগান।

           আপনাকে অনেক ধন্যবাদ টিউন পড়ার জন্য। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন ভাল হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

বাংলাদেশী প্রিন্স টিউন ভাল হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

“শুধুমাত্র একটি ক্লিক করে Mouse এর wheel Scroll/ ঘুরালেই সাউন্ড বাড়বে/কমবে”

ভাই আপনি কি নিজে ট্রাই করেছিলেন নাকি অন্য জায়গায় থেকে দেখে দিয়ে দিলেন, টিউন করার আগে নিজে ট্রাই করুন তারপর টিউন করুন, ধন্যবাদ

    @অর্জন: নামটা সুন্দর কিন্তু…………….. পি: “ভাই আপনি কি নিজে ট্রাই করেছিলেন নাকি অন্য জায়গায় থেকে দেখে দিয়ে দিলেন, টিউন করার আগে নিজে ট্রাই করুন তারপর টিউন করুন” মানে কি বললেন না বললেন বুঝলাম না!!
    কোন সমস্যা হলে সমস্যার কথা বলুন।
    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

      @বাংলাদেশী প্রিন্স: সুনাম করার জন্য ধন্যবাদ, আমি আপানার এই সফটওয়ারটি ইন্সটল করেছি এটা কোন কাজ করে না, Mouse এর wheel Scroll শুধু ডেস্কটপের উপর একটি আইকন আসে

        @অর্জন: আপনার পিসিতে Mouse এর wheel Scroll শুধু ডেস্কটপের উপর একটি আইকন আসে এর দু’টি কারণ থাকতে পারে।
        1. হয়তোবা এটাতে ভাইরাস ঢুকে গেছে।
        2. নয়তোবা আপনার পিসিতে ভাইরাস Protection খুবই দুর্বল।
        য়াই-হোক মামা অর্জন……..আপনি গুগুল মামাতে সার্চ দিয়ে এটি নামিয়ে নিতে পারেন। খুবই ছোট+দরকারী+মজার+ সফ্ঠ।

সাউন্ডের সফটটা জানালা৭ সমর্থন করে কি?

Level New

🙂

জিনিষটা খুবেই ভাল 🙂
আপনারকে অসংখ্যা ধন্যবাদ