আসসালামুয়ালাইকুম। ভালো আছেন নিশ্চয়। আজ আমি একটা টিপস শেয়ার করব।টি্টিতে এই রকম টিউন্স আগে হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।যাইহোক, ইন্টারনেট এর সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো ডকুমেন্টস কে PDF ফাইলে রূপান্তর করতে পারি।প্রথমে এই সাইটে যাইতে হবে। ওখানে Word To PDF নামে একটা Widget পাবেন। Choose File এ ক্লিক করে ডকুমেন্টটি ঠিক করে দিতে হবে।তার নিচের বক্সে আপনার ইমেইল টি লিখে Convert and Send বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার ইমেইল এ লগ ইন করলে আপনার PDF ফাইলটি পেয়ে যাবেন।ডাউনলোড করে নিন ফাইলটি। ব্যস কাজ শেষ।আবার, আপনার ডকুমেন্টটি যদি কোনো Website এ থাকে, তাহলে তার URL দিয়েও আপনি ডকুমেন্টটিকে PDF ফাইল বানাইতে পারেন।Widget টির URL অপশনে ক্লিক করে ডকুমেন্টটির URL ও ইমেইল বক্স ২টিতে বসিয়ে দিন।যথারীতি, Convert and Send বাটনে ক্লিক করলে আপনার ইমেইলে PDF ফাইলটি চলে যাবে। শুধু ডাউনলোড করলেই PDF ফাইলটি পেয়ে যাবেন।
আমার ব্লগসাইটে একবার ঘুরে আসবেন সময় পেলে।
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂