আজকে কিছু অজানা তথ্য নিয়ে টিউনটি সাজিয়েছি । আশা করি আপনাদের ভালো লাগবে ।
(১) ইন্টারনেট ব্যবহারকারীদের শতকরা ৮৬,৬ শতাংশই প্রতি সপ্তাহে গড়ে ছয় ঘন্টারবেশি অনলাইনে থাকেন।
(২) ১৯৯৫ সালের ১৪ সেপ্টেম্বরর আগ পযন্ত ডোমেইন রেজিস্ট্রে শন ছিল পুরোপুরি ফ্রি। এরপর থেকেই যুক্তরাস্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন টাকায় নিনিময়ে রেজিস্ট্রেশনের সিদ্দান্ত নেয় ।
(৩) বিশ্বের বুকে এ পযন্ত সবচেয়েবড় যে বরফের টুকরোটি পড়েছিল সেটি ছিল ৬ মিটার লম্বা। ১৮৪৯ সালে স্কটল্যান্ডে এটি ঘটেছিল ।
(৪) জানেন কি, সুর্যালোকের চাইতে১০ লক্ষ গুন তীব্র লেজার রশ্নি তৈরি করাও এখন মানুষের পক্ষে সম্ভব?
(৫)সাগর মহাসাগরের তলদেশে যতসোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে বিস্বের সব মানুযের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০কেজি করে সোনা ।
(৬) ঘন্টায় ২৭ হাজার কিলোমিটার পযন্ত গতিবেগ তুলতে মহাশুন্যযা নের সময় লাগে মাত্র ৮ মিটার ।
(৭) আপনি কি জানেন, একটি টর্নেডোর প্রস্থ মাত্র কয়েক গজ থেকে সুরু করে কয়েক মাইল পর্যন্ত হতে পারে ?
(৮) জাপান বিশ্বের অন্য যে কোনো দেশের চাইতে মাথাপিছু বেশি এনার্জি ব্যবহার করে ।
(৯) আপনি কি জানেন, সেন্ট্রালএয়ার কন্ডিশনার সিলিং ফ্যানের চাইতে শতকরা ৯৮ ভাগ বেশি বিদ্যুৎ খরচ করে ?
(১০) আপনি কি জানেন, আমাদের এই মহাশুন্যে প্রায় পাচঁ হাজার কোটি ছায়াপথ আছে? এবং প্রতিটি ছায়াপথে ১০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি তারা আছে ।
.
আমাদের সাইট দেখতে এখানে ভিজিট করুন ।
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাগর মহাসাগরের তলদেশে যতসোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে বিস্বের সব মানুযের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০কেজি করে সোনা
এইটাই ভাল লাগলো ভাই দেখেন তো আমাদের জন্য সোনা উত্তোলন করা যায় কিনা নাই তো কিছুদিন পর ৫কেজি ও পামু না lol 😀