Shutdown এবং Restart করার এর থেকে সহজ কোন পদ্ধতি আমার জানা নেই!!!

কিছু দিন আগে দেখলাম টেকটিউনে Cd- Rom খোলা এবং বন্ধ করা নিয়ে হইচৈ পড়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম কম্পিউটার Shutdown এবং Restart  আমরা প্রায় প্রতিদিনই করে থাকি। তাই একে কিভাবে আরো সহজ করা যায়।

হ্যাঁ এখন থেকে কম্পিউটার Shutdown অথবা Restart করার জন্য আপনাকে কষ্ট করে আর start menu খুলতে হবে না। আপনি ডেক্সটপ থেকেই Shutdown এবং Restart করতে পারবেন। এটা করার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে।

১. ডেস্কটপের খালি জায়গায় রাইট মাউস ক্লিক করে New–>Shortcut এ ক্লিক করুন।
২. shutdown -s -t 0 লিখে Next দিন।
৩. Finish দিন।
৪. ডেস্কটপে shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে।
৫. shutdown এ রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক দিন।
৬. change icon এ ক্লিক করুন।
৭. ok দিয়ে পছন্দমত আইকন নিয়ে আবার ok দিন।
৮. আবার ok দিন।

এখন আপনার তৈরীকৃত শর্টকাটটি রান করুন।এক মিনিট ছোট্ট বন্ধু........... (বড় বন্ধুরা আবার রাগ কইরেন না) এখনি রান করার দরকার নেই আগে দরকারী সব প্রোগ্রাম বন্ধ করুন। তা না হইলে আবার জরুরী কিছু হারাইতে পারেন।

Restart করার জন্য আপনাকে উপরের পদ্ধতি অনুসরন করলেই চলবে। শুধু shutdown -s -t 0 এর জায়গায় shutdown -r -t 0 লিখতে হবে।

টেকটিউনে মাঝে মাঝে টিউন করতে আর ইচ্ছা করে না। কারন যখন দেখি আমার টিউনটি ৩০০ বার দেখা হয়েছে অথচ মন্তব্য করা হয়েছে ৬ টি। আচ্ছা পাঠকদের কি মোটেও দায়ীত্ব নেই টিউনটির ভাল বা মন্দ দিক সর্ম্পকে মতামত দেয়া? নাকি শুধু সুবিধা নেয়ার জন্যই টিউনগুলো দেখে? তারপর ও টিউন করি। কারন বাংলা ছবির গানের মত- " আমি যে তোমারই প্রেমেতে পড়েছি (ভাই কোন মেয়ের প্রেমে না কিন্ত শুধুই টেকটিউনের)........."

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

SHOHEL Vai, Dhonnobad Apna K, Osadharon Ei Tips Ti Deyar Jonno.

Level 0

সোহেল ভাই মাগনা জিনিসতো…….
পাওয়ার পর টিউনারের কথা মনে থাকে না।।।।

    ঠিক বলছেন ভাই। আসলেই তাই। অথচ আমরা অনেক কষ্ট করে টিউন করি।

Level 2

ধন্যবাদ সোহেল, সুন্দর একটি টিপস এর জন্য।
তবে এখনকার কী-বোর্ডগুলোতে শাট-ডাউন এর জন্য একটি আলাদা কী থাকে, যাতে চাপ দেওয়ার সাথে সাথে কম্পিউটার শাট-ডাউন হয়ে যায়।

Thanksssssssssssssssssssss

ধন্যবাদ….
টিপস এর জন্য।

দারুন বলেছেন।
”আমি যে তোমারই প্রেমেতে পড়েছি (ভাই কোন মেয়ের প্রেমে না কিন্ত শুধুই টেকটিউনের)………”

Level 0

সোহেল ভাই আমার মনে হয় টেকটিউনসে যেমন যারা বেশি টিউন করেছে তাদেরকে আলাদা দেখান হয় ঠিক তেমনি যারা বেশি মন্তব্য করবে তাদেরও আলাদা দেখান উচিত তাহলে সবাই সবার টিউনে মন্তব্য করবে।

ধন্যবাদ…

Level 0

টিউন করার জন্য ধন্যবাদ,
কিন্তু ভাই একটা কথা বলি কিছু মনে কইরেন না……… কি-বোর্ডে স্লিপ-কি থাকতে এত ঝামেলা করতে যাব কোন দুঃখে……???

সোহেল ভাই,ঈদানিং “super fast shutdown” নামে ১ টা সফটওয়্যার বের হয়েছে…ওইটা দিয়ে আরো দ্রুত শাট ডাওন করা যায়…তবে ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিপস দিবার জন্য।

    ভাই অন্যের সফটওয়্যার দিয়ে সাটডাউন দেয়া আর নিজের তৈরী করা টিপস দিয়ে সাটডাউন এর মধ্যে কি কোন পার্থক্য বা মজা খুজে পান না আপনি?

Thanks for good tune.Auto shutdown(time set) korar ekti vola software er link diben Pls. Jeti apni babohar kore sontusto hoesen.

Level 0

এইটা অন্য সাইডে অনেক আগে প্রকাশিত http://www.cae.com.bd/ এখানে আছে।

    প্রকাশিত হইছে ভাল কথা তো আপনি সবার বাড়ি বাড়ি গিয়া খবরটা যদি জানাইতে তবে টিপসটা পাইয়া সবাই খুবই উপকৃত হইত।

আপনাদের প্রব্লেম কি বুঝিনা। অন্য এক সাইটে প্রকাশিত হয়েছে বলে কি কোথাও আর কোনদিন কি এটা প্রকাশিত হতে পারবেনা? আর সেই নির্দিষ্ট বিষয়ে জ্ঞান কি শুধু তার একারই আছে, আর কারো নেই?

    কৌশিক ভাই এই লোকের মাথা ঠিক নাই অলরেডি রির্স্টাট মারা শুরু হইছে। হা হা হা

Level 0

খুব সুনদর হয়েছে

এই টিউনটা অনেকদিন আগে প্রথম আলো পত্রিকায় দেখেছিলাম ।

Level 0

ভাই, আমি মিষ্টি খাচ্ছি, আপনার কি খাবেন?

সোহেল ভাই অন্যদের খোঁচা দেয়া থেকে বিরত থাকুন দয়াকরে। টিউন পছন্দ হলে কমেন্ট পেতেই হবে এমন আশা করেন কেন? একটু সহনশীল হন প্লিজ।

কোন প্রকার সফটওয়্যার ছাড়া কম্পিউটার সবচেয়ে দ্রুত Turn off , Restart , Stand By করুন–
১) কিবোর্ড হতে Ctrl+Alt চেপে Del চাপুন
২) windows task Manager এর Shut down এ ক্লীক করুন
৩) এরপর Ctrl চেপে ধরে Turn off বা Restart বা Stand By এ ক্লীক করুন

Thanks for the tune..
kintu ete ki computer er kono khoti hobar chance achhe?
Ami anek din age ei poddhoti te shut down korte korte ..amar machine Hang hoye jachhilo.
Bistarito janbar apekhkhay roilam.

বিপাশা আপার সাথে আমি একমত। রুহুল ভাই জানান…………………

বিপাশা আপু এবং জামান ভাই,
ঐ পদ্ধতি ব্যবহার করলে পিসির সমস্যা সাধিত হয় ।
কেবলমাত্র ইমার্জেন্সি সময়ে উহা করতে পারেন !

ধন্যবাদ