কিছু দিন আগে দেখলাম টেকটিউনে Cd- Rom খোলা এবং বন্ধ করা নিয়ে হইচৈ পড়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম কম্পিউটার Shutdown এবং Restart আমরা প্রায় প্রতিদিনই করে থাকি। তাই একে কিভাবে আরো সহজ করা যায়।
হ্যাঁ এখন থেকে কম্পিউটার Shutdown অথবা Restart করার জন্য আপনাকে কষ্ট করে আর start menu খুলতে হবে না। আপনি ডেক্সটপ থেকেই Shutdown এবং Restart করতে পারবেন। এটা করার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে।
১. ডেস্কটপের খালি জায়গায় রাইট মাউস ক্লিক করে New–>Shortcut এ ক্লিক করুন।
২. shutdown -s -t 0 লিখে Next দিন।
৩. Finish দিন।
৪. ডেস্কটপে shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে।
৫. shutdown এ রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক দিন।
৬. change icon এ ক্লিক করুন।
৭. ok দিয়ে পছন্দমত আইকন নিয়ে আবার ok দিন।
৮. আবার ok দিন।
এখন আপনার তৈরীকৃত শর্টকাটটি রান করুন।এক মিনিট ছোট্ট বন্ধু........... (বড় বন্ধুরা আবার রাগ কইরেন না) এখনি রান করার দরকার নেই আগে দরকারী সব প্রোগ্রাম বন্ধ করুন। তা না হইলে আবার জরুরী কিছু হারাইতে পারেন।
Restart করার জন্য আপনাকে উপরের পদ্ধতি অনুসরন করলেই চলবে। শুধু shutdown -s -t 0 এর জায়গায় shutdown -r -t 0 লিখতে হবে।
টেকটিউনে মাঝে মাঝে টিউন করতে আর ইচ্ছা করে না। কারন যখন দেখি আমার টিউনটি ৩০০ বার দেখা হয়েছে অথচ মন্তব্য করা হয়েছে ৬ টি। আচ্ছা পাঠকদের কি মোটেও দায়ীত্ব নেই টিউনটির ভাল বা মন্দ দিক সর্ম্পকে মতামত দেয়া? নাকি শুধু সুবিধা নেয়ার জন্যই টিউনগুলো দেখে? তারপর ও টিউন করি। কারন বাংলা ছবির গানের মত- " আমি যে তোমারই প্রেমেতে পড়েছি (ভাই কোন মেয়ের প্রেমে না কিন্ত শুধুই টেকটিউনের)........."
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।
ধন্যবাদ সবাইকে।
আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
SHOHEL Vai, Dhonnobad Apna K, Osadharon Ei Tips Ti Deyar Jonno.