সালাম সবাইকে। এটি আমার প্রথম টিউন, ভুল ত্রুটি মার্জনীয়।
কাজের কথায় আসা যাক। আমরা অনেকেই মোবাইল কে পিসি তে মোডেম হিসেবে ব্যবহার করি। কেউ Cable দিয়ে অথবা কেউ Bluetooth দিয়ে। Bluetooth দিয়ে মোডেম কানেক্ট করতে হলে ডেস্কটপের জন্য Extraa ডিভাইস কিনে নিতে হয়। নোটবুকে বিল্ট ইন থাকে। ডেস্কটপে/নোটবুকের Bluetooth ডিভাইস টি মোবাইলের সাথে যুক্ত করার সময় যে ড্রাইভার গুলা ইন্সটল হয় তার মধ্যে bluetooth peripheral device driver টি কারো কারো পিসি তে ইন্সটল হয় না। অর্থাৎ Not Found আসে। এবং Bluetooth Device এ নিচের চিত্রের মত Error চিহ্ন আসে।
যদিও এটি মোডেম চালানোর জন্য কোন বাধা নয়। আমরা এখন জানবো কিভাবে এই Error দূর করা যায়। নিচে চিত্রের মাধ্যমে ধাপে ধাপে দেখানো হলো।
মোবাইলের Bluetooth অন করে পিসির সাথে যুক্ত করে নিন। এখন একটি সফটয়ার ডাউনলোড করে নিতে হবে। আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
১. উইন্ডোজ ভিসতা বা সেভেন – ৩২ বিট (ডাউনলোড)
২. উইন্ডোজ ভিসতা বা সেভেন – ৬৪ বিট (ডাউনলোড)
অথবা এখানে গিয়ে উইন্ডোজ ভিসতা বা সেভেন – ৩২ বিট এর জন্য External mirror 1 এবং উইন্ডোজ ভিসতা বা সেভেন – ৬৪ বিট এর জন্য External mirror 2 ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে সফটয়ার টি ইন্সটল করে নিন।
এখন নিচের চিত্র গুলো অনুসরন করলেই হয়ে যাবে।
স্টার্ট মেনু তে ক্লিক করে ডিভাইস মেনেজার অপেন করুন।
ব্যস, কাজ শেষ। কোন সমস্যা হলে বলবেন। 🙂
আমি Matraheen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল টিউন করেছেন।অনেক দিন ধরেই এই সমস্যার সমাধান খুজছিলাম।ধন্যবাদ।