১ সেকেন্ডেই চালু করুন আপনার পছন্দের প্রোগ্রামটি

আপনি চাইলেই ১ সেকেন্ডের মধ্যে কি-বোর্ডের মাধ্যমে চালাতে পারবেন আপনার প্রিয় প্রোগ্রামটি। এ জন্য প্রথমে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি আপনার প্রিয় প্রোগামটির একটি সর্টকাট ডেক্সটপে করে নিন।এ জন্য আপনি  টাস্কবারের start menu তে গিয়ে আপনার প্রিয় প্রোগ্রামটির উপর মাউস নিয়ে রাইট ক্লিক করে Desktop (create shortcut) এ ক্লিক করুন। এবার দেখুন আপনার ডেক্সটপে এটি শর্টকাট তৈরী হয়েছে।

এখন আপনি ডেক্সটপে তৈরীকৃত এর উপর রাইট ক্লিক করে properties এ যান। এখন shortcut tab এ ক্লিক করুন। এখন দেখুন shortcut key এর জায়গায় none দেয়া আছে। আপনি ঐখানে কার্সর রেখে কিবোর্ড থেকে যে কোন একটি বর্ন চাপুন। আপনি যদি "A"  চাপেন তবে দেখা যাবে Ctrl+Alt+A। এখন আপনি ok দেন।

এখন Desktop এ এসে Ctrl+Alt+A চাপুন  (যদি আপনি A দিয়ে থাকেন)। দেখুন চালূ হয়ে গেছে আপনার পছন্দের প্রোগ্রাম।

ধন্যবাদ সবাইকে। হাতে সময় কম ছিল তাই একটু তাড়াতাড়ি লিখেছি। ভুল হলে ক্ষমা করে দিয়েন।

Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা আমি জানি। ধন্যবাদ

সোহেল ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাই টিউন করার আগে একটু চেক করে নিবেন একই ধরনের টিউন কেউ করেছে কিনা । একটু ভিন্ন শিরোনামে এই টিউনটি আগে করা হয়েছিল । যার লিংক:

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12854/

    রুহুল ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ। কিন্তু ভাই আমি কিভাবে জানব যে এই টিউনটি কেউ আগে করেছিল কিনা? আর এখন আপনি একটু বলুন তো আমার এই টিউনটি দ্বারা কি ক্ষতিগ্রস্থ হইছে?

Level 0

টিউনটি অবশ্যই আফনের অবশ্যই চেক করা দরকার৷ কারণ এই জিনিসটা আমি এই সাইট থাইক্কাই শিখছিলাম৷
নতুন কিছু জানা থাকলে শেয়ার কইরেন৷ ধন্যবাদ আফনেরে৷

বিল গেটস আফনেরে কইতাছি…
ঈদ মোবারক জানাইছেন ভাল কতা৷ কিন্তু লগে ল্যাপটপ বেচার বিজ্ঞাপনটা ও ঠিক মত মাইরা দিছেন৷ আমার মনে অয় আফনেরে টেকটিউনে না আইয়া সেল বাজারে যাওয়ার দারকার…….

এটা আমি জানি। ধন্যবাদ

Level 0

আনেক সুন্দর টিউন