ভাল ব্লগার হতে কি কি প্রয়োজন?

আপনি কী একজন ব্লগার ? সবাই ভাল ব্লগার হতে চাই । ব্লগ থেকে আয় করতে হলে আপনাকে কিছু কঠিন নিয়ম মানতে হতে হবে । যেমন আপনার সাইটের ভিজিটর বাড়াতে হবে ।

ব্লগ তৈরির পরে আপনাকে কী করতে হবে ?

  • প্রথম কাজ হল ভাল কন্টেন্ট যোগ করা ।
  • ব্লগ টি সুন্দর করা বা থিম অথবা টেম্পলেট সুন্দর করা।
  • লেখার মধ্যে হালকা রং এর লেখা ও ব্যাকগ্রাউন্ড গাঢ় এমন রং ব্যবহার করুন । কারন এটাই বেশি ব্যবহারিত হয়
  • আর আয় করার জন্য আপনার ভিজিটরের প্রশ্নের উত্তর দিন ।
  • আপনার সাইট থেকে কী ভাবে আয় করবেন ?

  • আপনার সাইটে অ্যাড দিয়ে । এটা সব চেয়ে জনপ্রিয় ।
  • আপনার সাইটকে ই - স্টোর হিসাবে ব্যবহার করে ।
  • ই বুক বিক্রয় করে । এটা ebay.com থেকে পাওয়া যায় ।
  • আরো অনেক পদ্ধতী আছে ।
  • ভাল ব্লগার হতে কী কী প্রয়োজন ?

  • প্রথমেই দরকার আপনি কী নিয়ে ব্লগে লিখবেন ।
  • যা নিয়ে ব্লগ লিখবেন তার জনপ্রিয়তা কেমন ।
  • আপনার সেই বিষয়ের উপর অভিঞ্জতা কত টুকু ।
  • সেটা নিয়ে কত জন সার্চ করে ।
  • আপনার এই বিষয়ে অনেক ধারনা থাকতে হবে , যে বিষয় নিয়ে লিখবেন ।
  • ব্লগে সব সময় ভেবে চিন্তে লিখবেন ।
  • আপনার ব্লগের গতি বেশি করার চেষ্টা করবেন ।
  • অন্যের লেখা কপি করবেন না ।
  • কপি করলেও তার আসল ঠিকানা টা দিন ।
  • আপনার ভাল ব্লগার হতে হলে আপনাকে প্রচারনাও চালাতে হবে ।
  • এক জন সফল ব্লগার হাসান ভায় । তার ঠিকানা :
    হাসান ভাই এর ব্লগ "

    Level 0

    আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    অসাধারন…………………………আরও চাই।

      এ আবার কে রে ? তুমি বলেই “অসাধারন ” জিটকে থাকব

      আসি।

    Level 0

    আমি ভালো ব্লগার হতে চাই, কিন্তু আমার এডসিন্স একাউন্ট বারবার ব্যান হয়ে যাচ্ছে। আমি অনেক সাবধানতা অবলম্বন করেই এডসিন্স ব্যবহার করছি তবুও ব্যান হচ্ছে বার বার। এ পর্যন্ত আমার ৪টা ব্যান হয়েছে। আর করতে পারছি না। বাংলাদেশ থেকে কি আর এডসিন্স পাবলিশার হওয়া যাবে না? আমি কি আর ব্লগ থেকে আয় করতে পারব না? কিছুই আর বুঝতে পারছি না। তো ভাইদের কাছে আমার অনুরোধ আমাকে এ ব্যপারে কেউ সাহায্য করবেন। আমাকে ইমেল করলে অনেক উপকৃত হব। ইমেলঃ [email protected]

      ভায় চেষ্টা করেন ভাল ব্লগিং করার । সরাসরি ওয়েব সাইটের অ্যাড দিতে এগিয়ে আসবে অনেকে । প্রথম কথা হল চেষ্টা করুন । সাফল্য আসবেই ।

      Level 0

      ধন্যবাদ ভাই, ভালো পরামর্শ দেওয়ার জন্য। হ্যা ভাই আমার চেষ্টার পাশাপাশি আল্লাহর রহমতে আপনাদের সাহায্য ও দোয়া থাকলে সাফল্য ইনশ্‌আল্লাহ।

    ভাল ব্লগার হওয়ার সাথে ভিজিটর আর ইনকামের কি সম্পর্ক ?? আর আপনি নিজে কি ভাল ব্লগার !! ? ভাল ব্লগাররা নিশ্চয় তাদের লেখায় এত বানান ভুল করে না ।

      অবশ্যই না । কারন তাদের ভিজিটর দরকার । তারা চাই তাদের ব্লগকে সবচেয়ে সুন্দর করতে । এমন কেউ কী আছেন যে ভাল ব্লগার হয়েও টাকা আয় করছেন না ? আর যদি ভিজিটর নাই পাই তাহলে ব্লগার কার জন্য লিখবে ? তার লেখা তার নিজেরই দেখতে হবে । আমার কী কী বানান ভুল গিয়েছে একটু বলবেন ? ঠিক করে দেব ।

      ভুল বানান (ব্যবহারিত, পদ্ধতী, অভিঙ্জতা, গতী, মানত, ভায়) ।
      ব্লগিং এর প্রধান উদ্দেশ্য যদি হয় টাকা উপার্জন তাহলে খুব একটা ভাল ব্লগার হওয়া যায় না । কারন তখন তার সকল মনযোগ থাকে টাকার দিকে… তার ব্লগ এর মান এর দিকে নয় ।

      যারা এখন ভাল ব্লগার তারাই এ বিষয়ে ভাল জানে ।

    Disitalman. bd আপনার ইনফরমেশনের জন্য ধন্যবাদ ।

      ভাই আপনাকেও ধন্যবাদ ।

    Level 0

    I think Good Start…….

    ভালো লাগলো আপনার টিউনটা । আরও নতুন কিছু চাই। ধন্যবাদ ।