উইন্ডোজ ভিসতাতে ড্রাইভের আইকন এক্সপি বা ২০০০ থেকে একটু ভিন্ন। এই আইকনের সাথে থাকা স্টেটাস বারের সাহায্যে বোঝা যায় ড্রাইভের কতটুক ব্যবহৃত হয়েছে এবং কতটুক বাকি আছে। ব্যবহৃত খালি যায়গার উপরে ভিত্তি করে স্টেটাস বারের রঙ পরিবর্তন হয়। আপনি চাইলে উম্মুক্ত ছোট একটি সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজ এক্সপি বা ২০০০ এ ড্রাইভের আইকন ভিসতার মত করে নিতে পারেন।
এজন্য নিচের লিংক থেকে VistaDriveIcon_v_1.4 সফটওয়্যারটি করে ইনষ্টল করে নিন। এবার দেখুন ড্রাইভের আকইন ভিসতার মত হয়ে গেছে। আপনি চাইলে সফটওয়্যারটি আনইনষ্টল করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন।
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি ইস্টাই? কিভাবে যোগ করলেন?