strictly- windows xp or 7 ব্যাবহার কারি দের জন্য

আমি সম্পূর্ণ ভাবে উইন্ডোজ 7 ব্যাবহার করি কারন এমন কিছু প্রয়জনে আমাকে windows os ব্যাবহার করতেই হবে, কিন্তু আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকের দরকার হতেও পারে। এবং যারা শুধু মাত্র উইন্ডোজ xp বা 7 ব্যাবহার করেন তাদেরই জন্য এই টিউন টা, অর্থাৎ যারা কোন দিন একবারের জন্যও Linux mint বা Ubuntu ব্যাবহার করেননি। আপনাদের কাছে request কয়েক মিনিট ব্যয় করে একটু পরে ফেলুন পরে হয় তো কাজে লাগলেও লাগতে পারে।

ধরুন আপনি পিসি তে কাজ করতে করতে হঠাৎ করে কোন কারনে পিসি র উইন্ডোজ টা ক্রাশ করে গেল। এবার পিসি টা shutdown করে চালু করলে দেখাচ্ছে যে পিসি বুট হচ্ছেনা অথবা বুট করে os খুজে পাচ্ছে না। তাহলে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ install করতেহবে। কিন্তু এমন কিছু ডাটা আপনার c drive এ রয়ে গেছে যেটার ব্যাকআপ নিয়ে রাখা হয় নি। এখন কি করবেন – নতুন করে os install করলে c drive তো ফরম্যাট হবেই ? 🙁

এবার বলি যদি লিনাক্স মিন্ট একটা সিডি বানিয়ে রেখে দেন তবে সিডি টা cd drive এ চালান এবং যেহেতু এই সিডি গুলো live cd র মত কাজ করে, তাই এটা রান করিয়ে –আপনার c drive এ ঢুকুন এবং পিসি তে একটা  পেন ড্রাইভ  লাগিয়ে আপনার data গুলো নিয়ে নিন। অর্থাৎ এবার থেকে ব্যাকআপ না রাখলেও কোন চিন্তা নেই – লিনাক্স মিন্ট সিডিটার দিকে তাকিয়ে বলতেই পারেন “ম্যায় হু না”। 😉

এবার আপনারা বলতে পারেন – আরে live cd  তো xp বা  7 এরও হয়। নিশ্চয়ই হয় আসলে লিনাক্স মিন্ট এর কার্যকারিতা এত সুন্দর এর গুনে মুগ্ধ হয়ে একটু অন্য  রকম ভাবে টিউন টা করলাম। একবার চালিয়েই দেখুন না খারাপ লাগবে না এবং লিনাক্স মিন্ট এর কোন ডাউনলোড লিঙ্ক দিলাম না , যদি কারো ভালো লেগে linux mint এর প্রয়োজন বোধ করে কমেন্ট করেন তবেই তাকে দেব। 🙂 🙂 🙂

Level 0

আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার লাগবে। আমাকে কি জানাবেন দয়া করে।

Level 0

thank u………

amar link ta lgbe…..

Level 0

thank u………………
amaro link ta lagba——————

এইভাবে বললে কেউ ব্যবহার করবে না। 🙁 আমি কয়েকটা ডিস্ট্রিবিউশনের স্ক্রিনশট আপলোড করে দিলাম। আপনার টিউনে সেগুলো দিয়ে টিউনটি আপডেট করুন। সবগুলাই লেটেস্ট ভার্সন।
উবুন্টু লগন স্ক্রিন
উবুন্টু ডেস্কটপ
উবুন্টু ডেস্কটপ-২
উবুন্টু
লিনাক্স মিন্ট সিনামন
কুবুন্টু-১
কুবুন্টু-২
ওপেনস্যুসে
ধন্যবাদ।

Level 0

i want boos

Level 0

ami jante sai keno amar tune ta hide hoye jai,
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ভাই C drive fromat না দিয়ে ও windows install করা যায় । সুন্দর টিউন

Level 0

কমেন্ট করার জন্য সবাই কে many many thanks. আমি টিউনটা একটু মজা করেই লিখেছি। আপনারা যদি গুগল এ linux mint লিখে সার্চ দেন তবেই পেয়ে যাবেন। যাই হোক আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেটার লিঙ্ক দিলাম এটা 898 mb ( linux mint maya 13) = http://linuxfreedom.com/linuxmint/stable/13/linuxmint-13-mate-dvd-32bit.iso

Level 0

@ bisukgp কই লিংকটা দিন না ভাই !

অনেক ধন্যবাদ এরকম একটা কিছু শেয়ার করার জন্য। কিন্তু আমি মনে ছবি দেখে মনে করেছিলাম এটা একটা থিম।

Level 0

ji vai it is needed for all

আমার জানা মতে দুই কিংবা তিন দিন আগে এটা নিয়ে টিউন হয়েছে।

Level 0

ভাই উইন্ডোস সেভেন আবার ইন্সটল দেয়ার সময় আগের ওএসটা OLD Folder এ সরিয়ে রাখে, তাই চিন্তা করার দরকার নেই।
আর সবচাইতে ভাল হয় পোর্টেবল সফট ব্যবহার করা।