আজকের টিপস টা অনেকের কাছে পুরান হতে পারে আবার অনেকের কাছে নতুন হতে পারে । 😛
আমরা অনেকেরই Gmail ID আছে। এবং অনেকেই Facebook, Twitter সহ আরও অনেক কিছু ব্যাবহার করি ঐ Gmail ID দিয়ে। যারা নিয়মিত ইমেইল চেক করেন তারা বুঝতে পারেন যে দিনে কত গুলো ইমেইল আসে ঐ সব সাইট থেকে। আর যারা নিয়মিত ইমেইল চেক করেন নাহ তারা একদিন ইমেইল এ ঢুকে দেখেন যে শত শত এমন কি হাজার হাজার ইমেইল ইনবক্স এ পড়ে আছে।
এখন আপনার দরকার সব ইমেইল গুলো ডিলিট করার। কিন্ত সব গুলো ডিলিট করার অপশন পাচ্ছেন নাহ। আজ আমি বলব যে কিভাবে আপনার ইমেইল আইডির সব ইমেইল ডিলিট করবেন। । । । । 😀
স্টেপসঃ
১। আপনার জিমেইল আইডি তে লগইন করুন।
২। এখন আপনি সার্চ বক্স এ “in:inbox” লিখে সার্চ দিন। Without “”
৪। এখন “Select all conversations that match this search” লিঙ্কটিকে ক্লিক করুন।
৫। ঠিক ভাবে করতে পারলে “ All conversations in this search are selected” বার্তাটি আসবে। 😛
৬। এখন একটা লম্বা শ্বাস নিন। Delete Icon এ ক্লিক করুন। একটি প্রশ্ন আসবে, OK দিন।
এখন যারা কিছু ইমেইল সেভ রাখতে চান, তাদের জন্যঃ
১। ধরুন আপনি মে ০১, ২০০৯ এর আগের মেইল গুলো ডিলিট করবেন। বা আপনার পছন্দের দিন নির্বাচন করুন।
২। সার্চ বক্স এ লিখুন ঃ “in:inbox before:2009/05/01” (without “”). অথবা আপনার তারিখ টি লিখুন। ফরম্যাট টি হলঃ YYYY/MM/DD, (Year/Month/Day)
৩। এরপর আগের নিয়মে Select All দিয়ে Select all conversations that match this search করে মেইল গুলো ডিলিট করুন।
ধন্যবাদ। 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 150 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
জানানোর জন্য ধন্যবাদ। আরও ট্রিপস আশা করছি।