এবার হার্ড ডিস্ক ছাড়াই PC চালান সাথে নেটও চলবে

অনেক দিন আগে একবার আমার হার্ড ডিস্কে কিছু প্রব্লেম এর জন্য exchange করতে দোকানে পাঠাতে হয়ে ছিল। তখন অনেক দিন কম্পিউটার বন্ধ ছিল, তখন অবশ্য windows xp live cd দিয়ে মাঝেমধ্যে চালাতাম কিন্তু নেট ইউস করতে পারতাম না (জানতাম ও না) আর সত্যি কথা যারা windows 7 ইউস করেছে তাদের xp খুব একটা ভালো লাগেনা তাই ইচ্ছাও করত না । তাই internet cafe তে যেতাম । সেই থেকে খুজে খুজে অবশেষে একটা উপায় পেলাম। এখন হার্ড ডিস্ক ছাড়াও  pc তো চলবেই এমনকি নেটও চালানো যাবে।

আমার pc তে ডুয়েল বুট করা আছে- windows7 আর Ubuntu, এই উবুন্টু ঘাটতে-ঘাটতেই  পেলাম linux mintএর খোঁজ। এর জন্য যাদের অশেষ অবদান তারা হলেন

এইসব ব্লগ গুলো না দেখলে এত সব কিছু জানতেই পারতাম না।

লিনাক্স মিন্ট (মায়া) ১৩ ডাউনলোড  করলাম এবং isoসিডি বানালাম  এই সিডিটাই live cdর কাজ করছে। এবং শুধুতাই নয় আমার cdma মোডেমের জন্য একটা software install করতে হয়, সেটার দরকার হলনা( উইন্ডোজ এর software এখানে অবশ্য কাজ করেনা)।

এখানে দেখুন আমার কম্পিউটার এ  হার্ড ডিস্কে দেখা যাচ্ছে,

এবার দেখুন এখানে হার্ড ডিস্কে নেই,( আমি সাটা সব কেব্‌ল খুলে কাজ করেছি)

এবার দেখুন net connected

এই Live cd টা চলাকালীন নেট connect করা খুব সহজ, নিচে দেখুন

প্রথমে এখানে ক্লিক করে ( নিচে) আপনাকে নেট কানেকশনের  কনফিগার করতে হবে।

আর লিনাক্স মিন্ট নিয়ে কি বলব, তারচে বরং নিচের ইমেজ গুলো দেখুন

এবার আপনার মনেহতে পারে সবই তো হল, কিন্তু ডাউনলোড করে রাখবো কোথায়। এর জন্য একটা পেন ড্রাইভ লাগিয়ে নিন আপনার পিসিতে আর সেভ করার সময় পেন ড্রাইভ কে দেখান, ব্যাস হয়ে গেল.

এই ব্লগটা লিনাক্স মিন্ট দিয়েও শুরু করা যেত, আমি একটু ঘুরিয়ে লিখলাম। তবে একটা কথা এরকম ব্লগ তাদের জন্যই যারা- আমার মত এসব ব্যাপারে খুব একটা জানে না । যারা এব্যাপার গুলো জানেন তাদের জন্য এ ব্লগ নয়, তবুও আপনাদের ধন্যবাদ এতক্ষন  পুরো ব্লগ টা পড়ার জন্য।

আপনাদের এখানে আমার এটা প্রথম টিউন তাই কোন ভুলহলে – ক্ষমা টা আমার প্রাপ্য।

Level 0

আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you

Level 0

thanks a lot for sharing 🙂

Level New

thanks……….

Level 0

amio ei vabe use krtam admission tym vaia pc er hdd khule lagsilo bt ami onek age theke linux use krtam .tai hdd badeo problem hoy nay !

Level 0

ভাই ডাউনলোড করতে গিয়ে দেখলাম অনেক অপশন দয়া করে বলবেন কি কোন টা ডাউনলোড করবো।

Level 0

ধরে নিলাম আপনি ৩২বিট ইউস করেন – তাহলে MATE 32 bit এ ক্লিক করুন তারপর Primary download mirrors থেকে North America USA Linux Freedom ক্লিক করেlinuxmint-13-mate-dvd-32bit.iso / http থেকে ডাউনলোড করুন। অথবা http://linuxfreedom.com/linuxmint/stable/13/linuxmint-13-mate-dvd-32bit.iso
এটা থেকে সরাসরি

সুন্দর হয়েছে! কিন্তু এতে তো DVD Disc এবং DVD Drive লাগবে! আমি জানতে চাচ্ছিলাম যে, পেনড্রাইভ দিয়ে কি কাজটা করা যায় না, আর গেলেও কিভাবে?

    Level 0

    @সাগর সুর: ধন্যবাদ, পেন ড্রাইভ দিয়ে হয় কিনা আমার জানা নেই। তবে মনে হয় পেন ড্রাইভ টা bootable করলে হয় তো হতে পারে

    @সাগর সুর: পেন ড্রাইভ দিয়েও সম্ভব! তাও খুব সহজে। পেন ড্রাইভে লিনাক্স ডিস্ট্রিবিউশন ISO বুটেবল করার জন্য এই টিউন দেখুন।

Level 0

ভাল হয়েছে, ধন্যবাদ।লিনাক্স নিয়ে আরও টিউন আশা করছি।আপনি কি ইন্ডিয়াতে থাকেন? বাংলাদেশে তো বিএসএনএল নেই। ইমেজ স্নাপশট এর মাধ্যমে নিলে ভাল হত। http://www.facebook.com/groups/linux.loverz/ গ্রুপে স্বাগতম।

😀 🙂

বেশী বেশী টিউন চাই লিনাক্স এর।

Nice

GOOD

What’s the sirprise !!!, Keep it up.

Level 0

Excelent , keep it up

Level 2

পোষ্টটি সত্যি খবু দারুন হয়েছে। ধন্যবাদ না দিয়ে পারলাম না।

    Level 0

    @Kamrul Cox: ও রে বাবা ! কামরুল ভাই আপনি, আপনার কমেন্ট পেয়ে কি যে ভালো লাগছে, কি বলব.

Level 2

Thanks ..

Level 0

awesome

ok if i burn it in cd. will it be a live one?? nice tune though

Level 0

ধন্যবাদ, সুন্দর টিউন করার জন্য