অনেক অনেক কাল আগের কথা |
এই দেশে তখন একটাই টিভি চানেল ছিলো | নাম ছিলো বিটিভি |
তখন পরিবারের সবাই মিলে কত সুন্দর সুন্দর সিরিয়ালই না দেখত সেই টিভিতে....|
ম্যাকগাইভার ,রবিনহুড, হারকিউলিস , মুগলি, মিনা কার্টুন .....
আহ্ কি দিন ছিলো সেইসব.....!!
কিন্তু সুখ বেশিদিন এদেশের মানুষের কপালে জোটে না ......
কালের পরিবর্তনে ..... সেই টিভি চ্যানেল দেখার অযোগ্য হইয়া উঠিলো ...|
🙁
একদা এদেশে আগমন ঘটিলো স্যাটেলাইট চ্যানেলের |
মানুষ দেখিলো বাহ মজা তো.. কত চ্যানেল ... কোনটা রাখিয়া কোনটা দেখিব !
😆
কিন্তু..... উহার ভিতর যে মস্তিস্ক বিকৃতি ঘটাইবার বস্তু রহিয়াছে তাহা কেহই বুঝিল না ...!!!!!
🙁
সেই বস্তুর নাম হইলো "হিন্দি / বাংলা সিরিয়াল"
অতপর....
ঘরে ঘরে শান্তির পরিবর্তে বহিতে আরম্ভ করিলো অশান্তির বাতাস |মানুষ একে অপরকে ভালোবাসিবার পরিবর্তে সন্দেহ করিতে লাগিলো | দিনে দিনে বাড়িতে লাগিলো মানুষের দুর্ভোগ....|
এখন কাহিনী হচ্ছে বাড়ির লোকদের এই হিন্দি + বাংলা সিরিয়াল দেখা বন্ধ করতে হবে |
যেসব চ্যানেল গুলো অতিমাত্রায় বিপদজনক সিরিয়াল প্রচার করে থাকে সেগুলোর ভেতর অন্যতম হলো :
১.STAR PLUS
২.STAR জলসা
৩.LIFE OK
৪.জি বাংলা
৫. SAB
আর মনে পরছে না |আপনাদের জানা থাকলে বলবেন পরে এড করে দেবো |
কার্যপদ্ধতি :
আমার টিভির মডেল LG |তাই ওটা দিয়ে যেভাবে করেছি সেভাবেই বর্ণনা করলাম |
প্রথমে টিভির রিমোটের MENU বাটন প্রেস করুন |
Program edit সিলেক্ট করুন |
এবার দেখবেন চ্যানেলের লিস্ট আসবে |
এখানে নিচে দেখবেন লেখা আছে
লাল Delete সবুজ Copy
হলুদ Move নীল Skip
আপনার রিমোটেও দেখেন লাল , সবুজ, হলুদ, নীল রঙের ৪ টা বাটন আছে |
এখন Up, Down, Left, Right করে আপনার বিরক্তিকর চ্যানেলটি সিলেক্ট করুন |
এরপর
আপনি যদি চ্যানেলটি Delete করতে চান তবে রিমোটের লাল বাটন প্রেস করুন |চ্যানেল ডিলিট করে দিলে চ্যান্লেটি পুরোপুরি মুছে যাবে মানে ১৪ নম্বর চ্যানেলে যদি STAR জলসা থাকে তবে এবং ১৫ নম্বর চ্যানেলটি যদি হয় CN তবে CN চলে আসবে ১৪ নম্বর চ্যানেলের জায়গায় |এক্ষেত্রে পরে যদি চ্যানেলটি ফিরে পেতে চান তবে Menu থেকে Auto program এ যান সেখানে Normal Search/Turbo Search যেকোনো একটা সিলেক্ট করুন |তাহলেই আবার সব চ্যানেল গুলো পর পর ফিরে পাবেন |
আর আপনি যদি সাময়িকভাবে চ্যানেলটি উধাও করে দিতে চান |যেমন "জি বাংলা" চ্যানেলটি অনেকেই মীরাক্কেলের জন্য দেখে থাকেন |তাই এক্ষেত্রে আপনি চ্যানেলটি সিলেক্ট করে নীল বাটন টি প্রেস করুন|এটা করলে আপনি যখন রিমোটের Up, Down বাটন প্রেস করে নরমালি চ্যানেল চেন্জ করবেন তখন সেটি শো করবে না কিন্তু যদি চ্যানেলের নাম্বার প্রেস করেন, শুধু তখনই সেটি শো করবে |
সবশেষে বলতে চাই,
নেপোলিয়ন বলেছিলেন, " আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেবো |"
সিরিয়ালে সবথেকে বেশি আসক্ত মেয়েরা |একজন মেয়ে জীবনের একটা পর্যায়ে গিয়ে মা তে রুপান্তরিত হন |সেই আজকের মেয়ে বা ভবিষ্যতের মায়ের মাথাতেই যদি ভাইরাস ঢুকে যায়, তবে জাতির ভবিষ্যত তো অন্ধকার হয়ে যাবে|তাই..., মেয়েদের এই সিরিয়ালের ভয়াবহ নেশা থেকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজন |
😯
ফলাফল :
সিরিয়াল দেখতে না দেওয়ার কারণে সংসারে ঝামেলা শুরু হতেই পারে |তবে মনে রাখবেন এটা সাময়িক| একসময় এটা ঠিক হয়ে যাবে |এতদিন যখন ধর্য্য ধরে থাকতে পেরেছেন, তখন আরো কিছুদিন ধর্য্য ধরে থাকুন |
করণীয় :
যেহেতু সিরিয়াল দেখতে দিচ্ছেন না, তাই সভাবতই আপনার উপর সবার রাগ থাকবে |তবে ভুলেও বকা দিতে/গ্যান্জাম করতে যাবেন না|এতে হিতে বিপরীত হবে |সিরিয়াল না দেখার জন্য তাদেরকে পুরস্কৃত করুন|হতে পারে সেটা তাদের পছন্দের কোনো খাবার বা অন্য কোনো জিনিস |এবং হাইলাইট করুন যে সিরিয়াল দেখছে না বলেই আপনি এই জিনিসটা এনেছেন |
পরিবারের লোকদের সাথে সময় কাটান |তাদের সাথে গল্প করুন |আপনার বিষয়গুলো তাদের সাথে শেয়ার করুন | আস্তে আস্তে মাথা থেকে সিরিয়ালের ভুত নেমে যাবে |এর ফলেপারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে |
Disney, Pixer, Dreamworks এর বিভিন্ন অনেক সুন্দর সুন্দর এনিমেশন মুভি আছে সেগুলো দেখতে পারেন |এনিমেশন মুভি মানেই যে সেটা বাচ্চাদের জন্য তা কিন্তু না |যারা দেখেননি তারা যদি একবার দেখেন তবে আপনাদের ভালো লাগবেই |
কখনো হতাশ হবেন না , হাল ছেড়ে দেবেন না |কাজ শুরু করার আগে বা পরে যদি মনে করেন "হবে না , পারবনা, শুধু আমি একা করে কি হবে" তবে কখনই কোনো কিছুতে সফল হতে পারবেন না |মনে রাখবেন আপনার এই ভাবনা আপনি শুধু একা ভাবছে না |আপনি যদি এই হতাশামূলক চিন্তা গুলো বাদ দিয়ে কাজ করেন, তবে ভাববেন আপনারই মতো আরো একজন কাজ করা শুরু করেছে|তখন আপনি আর একা থাকবেন না |তখন আপনি + আরো একজন + আরো একজন = অনেকজন হয়ে যাবেন |হবে কি হবে না সেটা চিন্তা না করে কাজ শুরু করে দিন , বাকিটা উপরওয়ালার হাতে |
🙂
IF WE THINK POSITIVE, WE WILL BE POSITIVE .
😉
আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার বাসার টা ডিলিট করার পর আমি আজ ত্যাজ্যপুত্র! 🙁 🙁 🙁
আপনার কি অবস্থা?? জানতে মুঞ্ছায়!!! 😉 😆 😉