(This portion is intentionally left blank)
কম্পিউটিংয়ে ভার্চুয়াল ডেস্কটপ এমন একটি শব্দ যা সাধারণত কোন পিসির ইন্টারফেস সম্পর্কে বোঝানো হয়। ভার্চুয়াল ডেস্কটপ আপনার কম্পিউটারের বিশৃঙ্খলা থামানোর একটি চমৎকার অস্ত্র হতে পারে। ভার্চুয়াল ডেস্কটপের মাধ্যমে আপনার যদি একাধিক মনিটর নাও থাকে তবে একটি মনিটরেই একাধিক ডেস্কটপের পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এবং আপনি ইচ্ছামত প্রতিটি ডেস্কটপে প্রয়োজনীয় আলাদা আলাদা ফাইল আলাদাভাবে রাখতে পারবেন। কোনটি হতে পারে কাজের ডেস্কটপ, কোনটি হতে পারে এন্টারটেইনমেন্ট, আবার কোনটি হতে পারে নেট ব্রাউজিংয়ের। এভাবে একটি ডেস্কটপে একাধিক ডেস্কটপ তৈরির মাধ্যমে একটি পিসিতেই আপনার যাবতীয় ফাইল-পত্র, কাজ ইত্যাদি সুন্দরভাবে গুছিয়ে ও আরামে করতে পারবেন। লিনাক্সে একাধিক ভার্চুয়াল ডেস্কটপ দেওয়া থাকে তাই সেক্ষেত্রে কোন সফটওয়্যার লাগে না। উইন্ডোজ পিসিতে একাধিক ডেস্কটপের জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়।তেমনই একটি ফ্রি সফটওয়্যার হল ডেক্সপট।
ভার্চুয়াল ডেস্কটপ তৈরিতে এবং পাশাপাশি বিভিন্ন নজরকাড়া ডিজাইন তৈরি করতে এর জুড়ি নেই। এটি ফ্রি কিন্তু ওপেনসোর্স নয়। তথাপিও স্টাইল ও সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে এই সফটওয়্যারটির কথা বলাই ভাল।
ডাউনলোড শেষে ওপেন করুন: (উইন্ডোজ ৭ ব্যবহারকারী: ওপেন না হলে ফাইলে গিয়ে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন)
ইনস্টলেশন শেষ। এবার এটাকে ব্যবহার করে দেখি 🙂
ব্যাস! হয়ে গেল। এবার ডেস্কটপ পরিবর্তন করলেই স্টাইলিশ 3D ইফেক্ট দেখতে পাবেন। 3D ইফেক্ট পেতে হলে কম্পিউটারে অবশ্যই DirectX 9.0 বা তারচেয়ে বেশি থাকতে হবে। না থাকলে এই লিঙ্ক থেকে DirectX ডাউনলোড ও ইন্সটল করে নিন। এটা ছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার কিংবা গেম চলে না। তাই ইন্সটল করাই ভাল। 🙂
ডেক্সপট খুব কম মেমরি ব্যবহার করে, তাই এই সফটওয়্যার ব্যবহার করলে আপনার পিসি স্লো হওয়ার সম্ভাবনা একদমই নেই:
সবাই ভাল থাকবেন। পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব।
আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শ্রবণ, মনন , অনুশীলন
ভাল লাগলো। ধন্যবাদ।