আমি টেকটিউনস্ এর একজন নিয়মিত ভিজিটর। কিন্তু কখনো টিউন করার মত সাহস হয়নি। আজ অতি সাধারণ একটি বিষয় নিয়ে একটি টিউন করলাম। দয়া করে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ESET NOD32 Antivirus এবং ESET Smart Security খুবই জনপ্রিয় এন্টি-ভাইরাস। এই এন্টি-ভাইরাসটি পিসির সিস্টেমকে স্লো করে না। মোট কথা এন্টিভাইরাসটির পারফমেন্স দারুন। কিন্তু আমরা যারা ESET NOD32 Antivirus বা ESET Smart Security ব্যবহার করি তাদের অনেকেই হয়ত উল্লেখিত সমস্যার পড়ে থাকবেন। আমরা যারা ম্যানুয়লী Windows এর Automatic Update বন্ধ করে রাখি তারাই এই নোটিফিকেশনটির সম্মুখিন হই। সমস্যাটির দুটি সমাধান নিম্নে উল্লেখ করা হলঃ
প্রথম পদ্ধতিঃ
১। আপনার কম্পিউটারের নিচে পর্দার ডানদিকে কোণায় ESET আইকন পরীক্ষা করুন. যখন এই বার্তা প্রদর্শিত হবে এটা সবুজ হয়ে যাবে। আশ্চার্যবোধক চিহ্নের মত দেখা যাবে।
২। ESET এন্টিভাইরাসটির আইকনে ডাবল ক্লিক করলে ESET Smart Security এর Window টি আসবে। ESET Smart Security এর হোম পেজ এ "Operating System is not up to date" নোটিফিকেশনটি দেখা যাচ্ছে।
৩। "Operating System is not up to date" নোটিফিকেশনটির বর্ননা শেষে Click here এ ক্লিক করুন।
৪। Click here ক্লিক করার সাথে সাথে system update এর একটি Window আসবে। এখান থেকে Run system update এ ক্লিক করুন।
৫। Window update স্ক্রিনের Install Updates এ ক্লিক করুন।
৬। Windows Update প্রসেসটি কমপ্লিট হবার পর দেখুন "Operating System is not up to date" নোটিফিকেশনটি নেই। এবং আইকনটি নরমাল রূপ ধারণ করেছে।
দ্বিতীয় পদ্ধতিঃ
Windows Automatic Update না করেও কিভাবে নোটিফিকেশনটি দূর করা যায়, এবার আমরা সেই পদ্ধতি টি দেখব।
১। প্রথমে ডেস্কটপের ডানপাশের System tray থেকে ESET এর আইকনে ডাবল ক্লিক করুন অথবা Start All Programs ESET ESET Smart Security or ESET NOD32 Antivirus ক্লিক করুন।
২। Advanced Setup window টির জন্য F5 চাপুন।
৩। Advanced Setup ট্রির বাম পাশ থেকে Tools System updates তে ক্লিক করুন।
৪। চিত্রের মত System updates এর ড্রপ-ডাউন থেকে No updates সিলেক্ট করে OK করুন। ব্যস হয়ে গেল সমাধান।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বহুত কাজের টিউন । অনেক ধন্যবাদ ।