অনেক সময় পছন্দমত mp3 ট্র্যাকগুলো ডিস্কে বার্ন করার সময় ওলট পালট হয় এবং পছন্দমত সিরিয়ালে বার্ন হয় না। যার ফলে যখন সেই ডিস্কটি কোন প্লেয়ারে চালানো হয় তখন আর সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট ট্র্যাকটি পাওয়া যায় না। এর কারণ হল mp3 ফাইলগুলোর track no. বিভিন্ন থাকে। সেই সমস্যার সমাধান দিতেই আজকের পোস্ট।
এবার কোন সমস্যা ছাড়াই আপনার সিডি অথবা ডিভিডি প্লেয়ারে ডিস্ক চালাতে পারবেন এবং নির্দিষ্ট নম্বরেই নির্দিষ্ট ট্র্যাকটি পাবেন। আর হ্যাঁ, আপনার ডিস্কের জায়গা যদি বেঁচে যায় তাহলে আপনি পরেও ডিস্কটি আবারও বার্ন করতে পারবেন। নতুন বার্ন করা ফাইলগুলো বেঁচে যাওয়া জায়গাটুকু দখল করবে।
যারা মনে করছেন টাইটেল এডিট করে 1,2,3 ... ... ইত্যাদি বসিয়ে দিলেই হবে তারা কিন্তু ভুল ভাবছেন। কারণ বার্নিং সফটওয়্যারগুলো mp3 বা Audio ফাইল সাজায় Track no. অনুসারে। টাইটেল অনুসারে নয়।
আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শ্রবণ, মনন , অনুশীলন
চখাম টিউন 😀
মাগার তুই গান শুনা শুরু করলি কবেত্থে 😛