সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। বর্তমানে আমরা প্রায় সবাই টরেন্ট সম্পর্কে জানি এবং এই টরেন্ট নিয়ে অনেক বিস্তারিত টিউন করা হয়েছে টেকটিউনসে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা টরেন্ট ডাউনলোডার ইউটরেন্ট কিংবা বিটটরেন্টের যে বিরক্তিকর এডাল্ট অ্যাড দেখায় সেগুলা রিমুভ করবেন। তো আসুন শুরু করা যাকঃ
১. প্রথমে ইউটরেন্ট কিংবা বিটটরেন্টের সাইটে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২. তারপর নিময়ানুযায়ে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল দেন।
৩. তারপর Options তারপর Preferences তারপর Advanced ওপেন করুন
৪. এখানে অনেকগুলা ফ্লাগ দেখতে পাবেন। এখন আপনার কাজ হবে নিজের ফ্লাগগুলাকে খুজে বের করে সেগুলার ভ্যালু ফ্লস করে দেয়া। তো এই কাজটি করার জন্য আপনি ফ্লিটার সার্চ বক্সে নিচের ফ্লাগগুলাকে কপি করে পেস্ট করতে পারেন।
আর এই ভ্যালুগুলা সর্তকতার সাথে পরিবর্তন করবেন।
উপরের সমস্যার সম্মূখীন কখন হবেন...? যখন আপনি ট্রায়ল ভার্সন ব্যবহার করবেন। তো এখন আমি আপনার ইউটরেন্ট প্রো লিংক দিবো এবং এটাকে কিভাবে প্যাচ করবেন সেটি শিখিয়ে দিব। তো আসুন শুরু করা যাকঃ
১. যাদের অলরেডি ইউটরেন্ট যেকোন ভার্সন ইনস্টল করা আছে তার শুধু প্যাচ ফাইলটি ডাউনলোড করেন আর যাদের নাই তারা দুইটি ফাইলই ডাউনলোড করেন। এবার নিময়ানুযায়ে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল দেন।
২. ইউটরেন্ট যদি চলন্ত অবস্থায় থাকে সেটা বন্ধ করে দিন
৩. তারপর প্যাচ ফাইলটি রান করেন এবং Next এ ক্লিক করেন।
৪. তারপর আপনার ইউটেরেন্ট ইনস্টল করা জায়গাটি চিনিয়ে দিয়ে Next এ ক্লিক করেন। এবার ইউটরেন্ট আবার রান করালে এটা প্রোতে আপগ্রেড হয়ে যাবে। এবং এতে অনেকগুলা বাড়তি ফিচার পাবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে। 😀
আমি রাজার রাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"ইশ, যদি আমিও পারতাম আপনারদের মত করে সব কিছু... জীবন পথের শিক্ষানবিস আজও পথিক-অজানা গন্তব্যে; আজীবন সুখে থাকার স্পর্ধা নিয়ে"