Prefetch এর অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার জন্য আমরা নিচের কাজটি করে থাকি-
১) start > run > prefetch এ প্রবেশ করি ।
২) অত:পর সকল ফাইল সিলেক্ট করে ডিলেট করি ।
এতো ঝামেলা না করে যদি prefetch পরিষ্কারক ব্যাচ ফাইল তৈরী করা হয় তাহলে এর উপর ডাবল ক্লিক করলেই prefetchএর অপ্রয়োজনীয় ফাইলগুলো সয়ংক্রিয়ভাবে ডিলেট হয়ে যাবে । হ্যাঁ, এই কাজটি করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে----
১) start > All programs > Accessories > Notepad ওপেন করুন ।
২) Notepad এ নিচের অংশটুকু কপি-পেষ্ট করুন
del C:\Windows\Prefetch\*.* /Q
৩) এরপর ইহা deleteprefetch.bat এই নামে ডেস্কটপে save as (All files) করুন ।
৪) এবার দেখুন ডেস্কটপে একটি ব্যাচ ফাইল তৈরী হয়েছে ।
৫) এই ব্যাচ ফাইলে ডাবল ক্লিক করলেই prefetch এর অপ্রয়োজনীয় ফাইলগুলো সয়ংক্রিয়ভাবে ডিলেট হয়ে যাবে ।
Step-01:
Step-02:
তো এখন হতে ডাবল ক্লিকেই prefetch পরিষ্কার!!
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
prefetch এর পরিবর্তে system32