গরম লাগছে !! কিন্তু ঠিক কতটা ?

অসহ্য এই গরমে গরম লাগে না এইরকম বলার মানুষ খুব ই কম (ব্যাতিক্রম) । কিন্তু আমরা কি জানি যে গরমের মাত্রাটা টা ঠিক এখন কতটা ?
আপনার Computer এর ডেস্কটপ থেকেই জেনে নিন আজকের দিনের তাপমাত্রা সহ সামনের দিনগুলো অগ্রিম আবহাওয়া বার্তা।

১. ডেস্কটপের ফাঁকা জায়গায় ডান বাটনে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে Gadgets মেনু তে ক্লিক করুন নিচের ছবির মত ।

২. এরপর Gadgets ডায়ালগ বক্স থেকে Computer এ ডিফল্ট ভাবে থাকা Weather গেজেটটি সিলেক্ট করে ড্র্যাগ করুন বাইরে ।

৩. নিচের ছবির মত একটা গেজেট পাবেন ।

৪. আমাদের কাজ শুধু এখন আমাদের নিজস্ব লোকেশন টা সেট করে দেওয়া । গেজেটের সেটিং আইকনে ক্লিক করে সেটিং এর জন্যে যে অপশন আসবে সেখানে আপনার কারেন্ট লোকেশন এবং টেমপারেচার এর একক হিসেবে সেলসিয়াস ষিলেক্ট করে OK করে বেরিয়ে আসুন।

৫. এইবার আপনার সময় অনুযায়ী আপনার কম্বিউটার জানিয়ে দিবে সাথে সাথে গেজেটের কালার ও পরিবর্তন করে নিবে ।

জানা জিনিষ তারপরেও আজাইরা মারলাম ।। কারো উপকারে না আসলে কিস্সু করার নাই ।।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে। সময়ের সাথে সংগতি আছে। তবে কিছুদির আগে এই জিনিসটি জানানোর দরকার ছিলো।

    Level 2

    আগে এইটা মাথায় আসে নি আসিফ ভাইয়া ।।
    তাছাড়া আহামরি তেমন কোন ট্রিক্স না তাই সাহস পাচ্ছিলাম না ।।

windows 7 er jonno

    Level 2

    হ্যা ঃঃ আমার কাছে কম্পিউটার প্রেমি মানুষ মানেই windows 7 user মনে হয় . . . . এনামুল ভাইয়া ।।

Level 2

Good Tunes . Thanks

আজাইরা জিনিস জানানোর দরকার নাই তো।কামের জিনিস দেখবেন?এইটা দেখেন।একেবারে লাইভ।প্রতি সেকেন্ড এ আপডেট হয়।
http://www.wunderground.com/global/stations/41923.html

    Level 2

    জানা জিনিষ তারপরেও আজাইরা মারলাম ।। কারো উপকারে না আসলে কিস্সু করার নাই ।। @মুকুট: @মুকুট ভাইয়া !!

    Level 2

    ভাইয়া গুগল আমার কাছেও আছে ।। আর আমি হাতের কাছেই পড়ে থাকা একটা জিনিসের কথা বলছিলাম ।। আপনি একটা বাংলা 2 ইংলিশ ডিকশনারি কিনে ভাল মত পোষ্ট টা আবার পইড়েন ।। আমার যতটুকু ধারনা আপনি হয়তো বাংলা কম বুঝেন ।।

    এইখানে যারা পোষ্ট করে কিংবা নিয়মিত ব্লগার তারা আপনার মত ট্য্য্য্য্য্য্য্য্যালেন্ট (!) না হলেও গরু ছাগল যে না এইটা মাথায় রেখেই কমেন্ট কইরেন কইরেন ।।@মুকুট ভাইয়া ।।

      @Nahid: আপনি তো মিয়া মহা চিজ।শিরোনাম পরিবর্তন করেছেন কেনো?আপনার আজাইরা শিরোনাম দেখেই তো আজাইরা কমেন্ট করেছিলাম।এখন যে শিরোনাম আছে শুরুতে এমন হলে আমি এরকম আজাইরা কমেন্ট করতাম না।আমিযে লিঙ্কটা দিয়েছি সেটা ভালো করে দেইখেন।কাজে দিবে।যারা নিতুন বা জানেনা তারা আরো ভালো করে বুঝতে পারবে।

        Level 2

        আমার যতটুকু মনে পড়ে আমি আমার শিরোনাম পরিবর্তন করি নি ।। তারপরেও আপনার ধুক্কি শুনে চে করে দেখলাম আর এখন কনফার্ম যে আমি শিরোনাম চেঞ্জ করি নাই কখনো ।। @মুকুট ভাইয়া

বেশী গরমে AC নষ্ট হলে এটা দেখেন, http://www.comfortpower.net আমার ডিজাইন করা একটা সাইট…:)

Level 0

@ মুকুট apnak bolci,ami everyday tt pori, but az coment na korei parlam na……….besh kicu din dhre oapni baze comments korcen……..shomman pele nijek akashe tulben na. tuner ki dilo r apni ki link dilen ki difference ace? apnar tai baze z net browse kora lagbe…………..oil is in your own machine bro

    @phrumel: আমি আপনাকে বলছি।না জেনে কথা বলবেন না।আর আমার তেল শেষ হয়ে গেছে।আপনি আমাকে একটু ধার দিতে পারবেন?এই পোষ্ট এর মুল শিরোনাম আগে দেখেছিলেন?মনে তো হয়না।আগে শিরোনাম এ লেখা ছিলো “””আজাইরা টিউন”””””।তাই আমার কমেন্ট ও ছিলো আজাইরা কথার উপরে।পরে ছিরোনাম থেকে আজাইরা কথা তুলে দেয়া হয়েছে।ধন্যবাদ।

      Level 2

      আমার শিরোনাম নিয়ে পড়লেন কেন ?? আমি শিরোনাম চেঞ্জ করি নাই 100% কনফার্ম ।।

      সরি বলবেন না কোন দুঃখ নাই ।। সবাই যে কালচার শিখবে এমন টা তো কোথাও লিখা নাই ।। @মুকুট ভাইয়া

আমিও ইদানিং ব্যবহার করছি এটা। এতোদিন ভেবেছিলাম অনেক স্পীড দখন করে নেবে তাই ব্যবহার করা হয় নাই। :p

    Level 2

    গরম না লাগলে আমিও খেয়াল করতাম না হয়তো ।। হঠাৎ একজন জিগ্গেস করে বসল ”তোমার ওইখানের তাপমাত্রা কত ? “ ওইটা জানতে গিয়েই মনে পড়ল গ্যাজেটটির কথা ।। @এলিন

Level 0

@ মুকুট apnak bolci, well apnar zokhon tel e nai than,onner vul na dhore nizer vul gulai dekhen…………..sorry koshto peye thakle

Level 2

কেউ কি বলতে পারবেন যে আমার পোষ্ট এর ছবিগুলোর চারিদিকের বর্ডার গুলো কিভাবে সরাবো ?