অসহ্য এই গরমে গরম লাগে না এইরকম বলার মানুষ খুব ই কম (ব্যাতিক্রম) । কিন্তু আমরা কি জানি যে গরমের মাত্রাটা টা ঠিক এখন কতটা ?
আপনার Computer এর ডেস্কটপ থেকেই জেনে নিন আজকের দিনের তাপমাত্রা সহ সামনের দিনগুলো অগ্রিম আবহাওয়া বার্তা।
১. ডেস্কটপের ফাঁকা জায়গায় ডান বাটনে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে Gadgets মেনু তে ক্লিক করুন নিচের ছবির মত ।
২. এরপর Gadgets ডায়ালগ বক্স থেকে Computer এ ডিফল্ট ভাবে থাকা Weather গেজেটটি সিলেক্ট করে ড্র্যাগ করুন বাইরে ।
৩. নিচের ছবির মত একটা গেজেট পাবেন ।
৪. আমাদের কাজ শুধু এখন আমাদের নিজস্ব লোকেশন টা সেট করে দেওয়া । গেজেটের সেটিং আইকনে ক্লিক করে সেটিং এর জন্যে যে অপশন আসবে সেখানে আপনার কারেন্ট লোকেশন এবং টেমপারেচার এর একক হিসেবে সেলসিয়াস ষিলেক্ট করে OK করে বেরিয়ে আসুন।
৫. এইবার আপনার সময় অনুযায়ী আপনার কম্বিউটার জানিয়ে দিবে সাথে সাথে গেজেটের কালার ও পরিবর্তন করে নিবে ।
জানা জিনিষ তারপরেও আজাইরা মারলাম ।। কারো উপকারে না আসলে কিস্সু করার নাই ।।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
ভাল হয়েছে। সময়ের সাথে সংগতি আছে। তবে কিছুদির আগে এই জিনিসটি জানানোর দরকার ছিলো।