বুটেবল ডিভিডি অথবা পেনড্রাইভ? কোনো ব্যাপার ই না।

আস-সালামু-আলাইকুম।

অনেক দিন পর টিউন নিয়ে হাজির হলাম।গ্যাপ  টা অনেক বেশি হয়ে গেলো।

মাঝে মাঝে আমরা অনেকে ঝামেলাইয় পরে যাই কিভাবে বুটেবল ডিভিডি বানাবো অথবা পেনড্রাইভ কে কিভাবে বুটেবল বানাবো।অনেকেই নিরো অথবা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বানাতে যেয়ে ব্যার্থ হয়েছেন।এমন কি আমিও এর শিকার হয়ে ৩টা ডিভিডি নষ্ট করেছি।অবশেষে এই ছোট্র একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে ফেল্লাম।এবার আপনারাও দেখে নিন।

এই সফটওয়্যার টা মাইক্রোসফট এর।খুব সহজ ব্যবহার করা।প্রথমে এখান থেকে নামিয়ে ইন্সটল করে নিন।

এরপর সফটওয়্যার টি ডেস্কটপ থেকে রান করুন।ছবি গুলো লক্ষ্য করুন।

যে ফাইল(ইমেজ ফরম্যাট) টি বার্ন করতে চান সেটি ব্রাউস করে দেখিয়ে দিন।এর পর নেক্সট এ ক্লিক করুন।

এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি বানাতে চান।বুটেবল পেনড্রাইভ অথবা ডিভিডি?ডিভিডী হলে DVD তে ক্লিক করে পরের ধাপ এ চলে যান।

এবার একটা ব্ল্যাঙ্ক ডিভিডি প্রবেশ করান।এবং Begin Burning লেখা তে ক্লিক করুন।

দেখুন যে বার্ন করা শুরু হয়ে গেছে।বার্ন করা শেষ হয়ে গেলে ডিভিডি টি পুনরায় ঢুকিয়ে চেক করে নিন যে বুটেবল হয়েছে কিনা।

আমার কাছে এর থেকে সহজ পদ্ধতি আর আছে কিনা যানা নেই।সফত্বারে টি মাত্র ২.৫মেগাবাইট এর।আশা অরি সবার কাজে লাগবে।যদি টিউন টি আগে হয়ে থাকে তবে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice mokot vai,onek din por …….?

    @tasvir_ctg: আলসেমি।এই টিউন টা করার কথা আরো একমাস আগে।করলাম আজ।

Level 0

আপনাদের কাছে একটা বিষয়ে সাহায্য চাচ্ছি আর তা হল আপনাদের কি এমন কোন সাইটের নাম জানা আছে যেটা Paypal এর ডলারকে টাকায় রূপান্তর করে মোবাইলে পাঠিয়ে দিতে পারে?

মুকুট ভাই এটা এখন আমার খুবই দরকার ছিল, ভাই এটা দিয়ে কি xp বুটেবল হবে না ???? ভাই সফটটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

    @অর্জন: হতে পারে।ট্রাই করে দেখুন।আমি একন আর এক্সপি ব্যবহার করিনা।সিডিও নাই।তাই পুরোপুরি ভাবে বলতে পারছিনা।ধন্যবাদ

কাজের টিউন

Level 0

Sorry Bro that site don’t give taka from paypal it gives from Payza

Level 2

মুকুট ভাই কে ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য ।

মুকুট ভাই, আামি ১ টা DVD নষ্ট করসি1 আপনাকে অনেক ধন্যবাদ।

এটা তো মনে হয় Nero দিয়েই করা যায় । আপনি পারলে Customize Bootable ISO ফাইলটি তৈরি করা শেখান । ধন্যবাদ ।

    @তরঙ্গ: নিরো দিয়ে একটা করে দেখান তো।জখন বুটেবল হবেনা তখন বুঝবেন।
    Customize Bootable ISO বানাতে পারলে অবশ্যই বলবো।

      @মুকুট: Nero সম্পর্কে আপনার এরকম ধারণা না রাখাটাই Better .

        @তরঙ্গ: Nero নতুন ব্যবহার করছিনা।অনেক আগে থেকেই ব্যবহার করছি।অনেক গুলো সিডি/ডিভিডি বুতেবল করতে যেয়ে নষ্ট করেছি।আমি তো বলিনাই যে নিরো খারাপ অথবা কাজ হয়না।

ধন্যবাদ।

Level 0

Good Boss…………….Good.

pendrive e backup rakhle ki r kichu kora lagbe????pendrive e backup rakhar por ami ki pendrive tekei boot krte parbo??janale vlo hoto

    @নাদরী: পেন ড্রাইভ এ তথ্য ব্যাক আপ রাখলে আলাদা পেন ড্রাইভ ব্যবহার করুন।বুট করার জন্য ৪ জিবি এর একটা পেন ড্রাইভ কে বুটেবল করুন।

mukut vai ami apner ISP comment post ta poreci. ami avoy das lane tikatully thaki and Citycom ar broadband use korci …anak problem kore oder torrent theke download korle . apner email address thakle diyen ….. ager tai comment korle nao dhekte paren ar jonno ai tai comment korlem

Level 0

vai soft ta to remove kore flece

[email protected]

ki ekbar send kora jai

ektu dekben pls………..

মুকুট ভাই, আপনার ব্যস্ততার মধ্যেও টিউন করার জন্য ধন্যবাদ।

বুটেবল করার সফটওয়্যার খুজতে খুজতে আপনার টিউনে এসে আটকে গেলাম। কিন্তু বেশ দেরি করে ফেলেছি। সফটওয়্যারটি মিডিয়াফায়ার মুছে দিয়েছে। যদি সম্ভব হয় অন্য একটি লিংক দিবেন অথবা সফটওয়্যারের নামটা দিবেন প্লিজ…..
[email protected]

@মুকুট…আমি কি operating system xp থেকে এই software দিয়ে Windows 8 কে pendrive এ Bootable বানাতে পারব????…আর যদি বানিয়ে ফেলি তাহলে কি Bootable টি কাজ করবে?????

    @Spark Residence: মনে হয় না।এইটা শুধুমাত্র সেভেন এ কাজ করবে