আস-সালামু-আলাইকুম।
অনেক দিন পর টিউন নিয়ে হাজির হলাম।গ্যাপ টা অনেক বেশি হয়ে গেলো।
মাঝে মাঝে আমরা অনেকে ঝামেলাইয় পরে যাই কিভাবে বুটেবল ডিভিডি বানাবো অথবা পেনড্রাইভ কে কিভাবে বুটেবল বানাবো।অনেকেই নিরো অথবা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বানাতে যেয়ে ব্যার্থ হয়েছেন।এমন কি আমিও এর শিকার হয়ে ৩টা ডিভিডি নষ্ট করেছি।অবশেষে এই ছোট্র একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে ফেল্লাম।এবার আপনারাও দেখে নিন।
এই সফটওয়্যার টা মাইক্রোসফট এর।খুব সহজ ব্যবহার করা।প্রথমে এখান থেকে নামিয়ে ইন্সটল করে নিন।
এরপর সফটওয়্যার টি ডেস্কটপ থেকে রান করুন।ছবি গুলো লক্ষ্য করুন।
যে ফাইল(ইমেজ ফরম্যাট) টি বার্ন করতে চান সেটি ব্রাউস করে দেখিয়ে দিন।এর পর নেক্সট এ ক্লিক করুন।
এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি বানাতে চান।বুটেবল পেনড্রাইভ অথবা ডিভিডি?ডিভিডী হলে DVD তে ক্লিক করে পরের ধাপ এ চলে যান।
এবার একটা ব্ল্যাঙ্ক ডিভিডি প্রবেশ করান।এবং Begin Burning লেখা তে ক্লিক করুন।
দেখুন যে বার্ন করা শুরু হয়ে গেছে।বার্ন করা শেষ হয়ে গেলে ডিভিডি টি পুনরায় ঢুকিয়ে চেক করে নিন যে বুটেবল হয়েছে কিনা।
আমার কাছে এর থেকে সহজ পদ্ধতি আর আছে কিনা যানা নেই।সফত্বারে টি মাত্র ২.৫মেগাবাইট এর।আশা অরি সবার কাজে লাগবে।যদি টিউন টি আগে হয়ে থাকে তবে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
nice mokot vai,onek din por …….?