!!আনলিমিটেড ফ্রী এসএমএস বাংলাদেশে!!(রেজিষ্ট্রেশানের কোনো ভেজাল নাই)।

আমার একটা টিউন ছিল যাতে আপনাদের ফ্রীতে এসএমএস পাঠাবার বেশকটি নিয়মের বর্ননা দেয়া হয়েছিল। তবে ঐ সবকটির কিছু না কিছু Restriction(শর্তাবলী) ছিল। কিন্তু আজকের এই পন্থায় কোনো প্রকার Restriction নাই।

কি দারুন না?? তো আসুন জেনে নেয়া যাক। প্রথমে এই লিংক এ প্রবেশ করে আপনার Facebook আইডি দিয়ে লগ ইন করুন। এবার এসএমএস পাঠানো শুরু করুন। তবে মনে রাখবেন নাম্বার অবশ্যই +88 দ্বারা শুরু হবে। যেমন +88017xxxxxxxxx

বিঃদ্রঃ এই পন্থার উদ্ভাবক আমি নই। আমি অন্য কোনো ব্লগিং সাইট থেকে এটা পেয়েছি(এখন মনে নাই থাকলে ঐ লিংকটাই দিতাম)।

ধন্যবাদ।

প্রচারনাঃ বাংলাদেশের শেয়ার মার্কেটের ভবিষ্যৎ জানতে চান? শেয়ার ব্যবসা করে Gainer হতে চান?? কম পুজিতে বেশি লাভ করতে চান?? তো আজই ভিজিট করুন এই সাইটি। আশা করি ভাল লাগবে।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল একটা জিনিস দেখাইলেন
ধন্যবাদ ভাই

হ্যা আজ সকালেই দেখলাম Facebook-এ। দারুন জিনিস

Level 0

but login hote parchi na

Level New

আপনার সাইটটা ভাল লাগলো …… bookmark করে রাখলাম।

পরে যদি ফেইসবুক আইড চুড়ি হয়।

    যদি বিভিন্ন গ্রুপে Join করলে আইডি চুরি না হয় তবে এখানে কেন??

এই নিউজ টা সামুতে কিছুদিন আগে দেখেছিলাম।এবং ওইদিন হতে ফ্রীর উপরে আছি।

খুব ভাল টিউন।

ফয়সল ভাই,
আপনাকে আনলিমিটেড ধন্যবাদ ……

    আমিও আপনার মতই ফেসবুককে অপছন্দ করি। কিন্তু কি আর করা। সকলেই যখন ঐখানে পড়ে থাকে তাহলে আমাকেও যুগের সাথে তাল মিলাতে ঐখানেই থাকতে হয়। তবে এটা বলতে হবে ফেসবুকে দারুন দারুন তথ্য পাওয়া যায় যা সত্যিই বড় কাজের।

Level 0

ধন্যবাদ আপনাকে।

এই application-টা ঠিকমত কাজ করে না। মাঝেমধ্যে যায়, মাঝেমধ্যে যায় না………….
কেউ কি বাংলাদেশের যে কোন মোবাইলে প্রি SMS পাঠানো যায়, এই ধরনর web address দিতে পারেন ????

    আমি তো দেখলাম Always যায়।!! সবাই কি বলেন??

    শুধু মাতরো GP জননো পরজজজো। ওননো নআমবারে যআবে না। Thanks a lot for ur best tune. Be always happy like ur picture

    Level 0

    Always jai. ektu deri hoi r ki.

    Level 0

    Ami protome banglalink pataichi songe songe geche.

ফয়সল ভাই,
একাধিক নাম্বারে একসাথে এসএমএস পাঠানো কোন ব্যবস্থা আছে কি ??

    এখনও এই রকম ব্যবস্থা চোখে পড়ে নাই। কখনও দেখলে জানাবো।

Level 0

আপনাকে ধন্নবাদ

Level 0

Thanks for ur kindness. sobaike jananor jonno donnobad.