সবাইকে শুভেচ্ছা। আজ অত্যন্ত প্রয়োজনীয় একটি সফটওয়্যার ও এর ব্যবহার নিয়ে আলোচনা করব।
কখনো কখনো পিডিএফ ফাইল এ লিখার প্রয়োজন হলে কি করেন? এর উত্তর জানা আমার প্রয়োজন নেই। কারণ আমি অতীতে কি করেছি, তা নিয়ে একটি বড় গল্প লেখা যাবে। গল্পটি একাধারে ট্রাজিক এবং রম্য। পাঠকগণ যদি এর উত্তর দিতে শুরু করেন তাহলে কয়েকটি উপন্যাস হয়ে যাবে। গল্প-উপন্যাস আজ থাক।
বেশিরভাগ লোকের পিডিএফ সংক্রান্ত কাজ হলো শুধু পড়া। এর জন্য এডবি এক্রোব্যাট রিডার ও ফক্সিট জনপ্রিয় এবং বিনামূল্যে সহজলভ্য। কিছু ব্যবহারকারীর প্রয়োজন হয় ওয়ার্ড-এক্সেল বা অন্যকোন সফটওয়্যার থেকে পিডিএফ তৈরী করা। খুব কম সংখ্যক লোকের পিডিএফ এডিট করার প্রয়োজন হয়। তারাই ভুক্তভোগী। অনেকদিন থেকেই আমি খুঁজছিলাম সমাধান। অতি সম্প্রতি আমি Nitro Pro 7 নামক সফটওয়্যার এর সাথে পরিচিত হয়ে আমার পিডিএফ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়েছে। এমনকি প্রত্যাশার বাইরে কিছু ফিচার রয়েছে এতে।
জেনে নেই Nitro Pro 7 কিছু বৈশিষ্ট্যসমূহঃ
উপরের বৈশিষ্ট্য সমূহের মধ্যে শেষেরটি ছাড়া বাকি প্রায় সবগুলো অন্যান্য পিডিএফ ক্রিয়েটর সফটওয়্যার এ কমবেশি বিচ্ছিন্নভাবে আছে। কাজগুলো তেমন কঠিন ও নয়। আপনারা নিজেরাই করতে বা দেখতে পারবেন। তাই পরবর্তী আলোচনায় পিডিএফ ফাইলে কিভাবে লেখা যায় তাই নিয়েই বেশি বকবক করব। বিভিন্ন প্রয়োজনে পিডিএফ ফর্ম ফিলাপ করতে হয়। এক্ষেত্রে এই সফটওয়্যার অপ্রতিদ্বন্দ্বী।
সফটওয়্যারটির মূল্য ১১৯.৯৯ ডলার। যারা পেশাগত কাজে এটি ব্যবহার করতে অবশ্যই কিনে নিবেন। আমার মত যারা কিনতে অসমর্থ ও জানতে আগ্রহী এবং ব্যক্তিগত ব্যবহারকারী তাদের জন্য ফ্রি(?) ভার্সন।
প্রথমেই ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।
http://pestaim.blogspot.com/2012/07/nitro-pdf-pro-7-32bit64bit-full-version.html
http://www.mediafire.com/?99pu2acn8xcof5d
এখন ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করুন।
আনজিপ করার পর ফোল্ডারের ভিতরে থাকা nitro_pdf_professional7.exe ফাইলটি রান করুন। সেটআপ শুরু হবে।
সেটআপ শেষ করে Crack ফোল্ডারের ফাইলগুলো কপি করে C:\Program Files\Nitro PDF\Professional 7 এই লোকেশনে পেষ্ট করুন।
একই রকম ভাবে plug_ins ফোল্ডারের মধ্যে যে ফাইল আছে সেটা কপি করে C:\Program Files\Nitro PDF\Professional 7\plug_ins এই লোকেশনে পেষ্ট করুন। ইন্সটলেশন শেষ।
এবার দেখা যাক কিভাবে পিডিএফ ফাইল এ লেখা যায়।
প্রথমে Nitro Pro 7 রান করুন এবং একটি পিডিএফ ফাইল অপেন করুন।
হোম ট্যাব এ Type Text বাটনে ক্লিক করুন। এরপর মাউস পয়েন্টারটি যেখানে লেখা লিখবেন সেখানে নিয়ে ক্লিক করুন। দেখবেন মেনু বার চেঞ্জ হয়ে গেছে। এখন পছন্দ মত ফন্ট ও সাইজ সিলেক্ট করে প্রয়োজনীয় টাইপ করুন। জাদুর মত পিডিএফ ফাইল এ লেখা লিখছেন আপনি, সেভ করতে ভুলবেন না। ব্যস কাজ শেষ।
আরো অনেক কিছু করা যায় এই সফটওয়্যার দিয়ে, সব লিখতে গেলে আরো কয়েকদিন লাগবে। আপনারাই আবিষ্কার করুন। পড়ার জন্য অনেক ধন্যবাদ।কেমন লাগলো জানাবেন। কারো কোন সমস্যা হলে জানাবেন, সমাধান দেয়ার চেষ্টা করব।
বি.দ্র.: সফটওয়্যারটি নিয়ে আগে একটি টিউন হয়েছিল, তবে আমি যে বৈশিষ্ট্যকে ভিত্তি করে টিউন করেছি, সেটা সেখানে আলোচিত হয়নি।
আমি Mask। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun kajer topic.donnobad share korar jonno. Khuchsilam etake.