আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভাল।
আজ আমি দেখাব কিভাবে Nimbuzz আইডি দিয়ে জানবেন ব্যবহারকারি কোথায় আছে।
কিছু দিন আগে একজন আমার সাথে চ্যাট করতো ফেসবুকে ।
আমি ও কে বল্লাম আপনি কোথায় থাকেন উনি বল্ল নোয়াখালী।
আমার বিষ্বাশ হলো না আমার মাথায় গুর পাক খাচ্ছে কি ভাবে জানি ও কোথায় থাকে।
একদিন ওনার সাথে Nimbuzz এ কথা বলছিলাম আর ওনার view profile দেখছি।
হঠাত দেখি view profile নিচে get location দেখা যায় ।
ওখানে ক্লিক করার কিছু খন পর
ওনার location দেখাচ্চে তখন ওকে বলছি আমি জানি আপনি কোথায়
থাকেন।উনি বল্ল বলেন আমি কোথায় থাকি।আমি বল্লাম চট্রাগ্রামে থাকেন উনি বল্ল হে।
তারপর বলি আপনি halishahar thana আছেন
উনি বল্ল হে তারপর বলি আপনাদের বাসার পাসে darus sunnah madrasah আছে উনি বল্ল হে
তারপর বলি আপনাদের বাসা line 17 & lane 14 উনি বল্ল হে উনি তো অবাক হয়ে গেলেন আপনি
জানলেন কি করে। এভাবে আপনি জানতে পারবেন ।
যার location দেখবেন সে আপনার friend হতে হবে
এবং online এ থাকতে হবে।
এবার দেখুন কি করতে হবে.....
প্রথমে আপনার Nimbuzz id লগিন করুন এবার যার location দেখবেন mouse সেখানে রেখে mouseএর রাইট বটন ক্লিক করে get location এ ক্লিক করুন।
নিচের চবিতে দেখুন।
কিছু খন অপেক্ষা করুন এখন Google Maps এ উনার location দেখা যাবে।
ঝুম কেরে বড় ছোট করে দেখতে পারবেন।
এবং রোড লেন দেখেনঃ
আমি অনেকের location দেখেছি তবে কিছু কিছু আইডির location দেখায় না।
নিছের ছবির মত আসে....
সবাই ভালো থাকবেন ধন্যবাদ..........
পূর্বে প্রকাশিত এখানে
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
এটা ভাই যাদের মোবাইলে gps আছে, শুধু তাদের মোবাইলে কাজ করবে.