সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার টিউন। মূলত এই ছোট্ট ট্রিকসটি আপনার কম্পিউটারের Start Menu_r গতি, Refresh Menu এবং Programs Menu’র গতি বাড়াবেই। তো চলুন দেখি এটি কিভাবে করতে হয়।
প্রথমে আপনার কম্পিউটারের Start Menu গিয়ে Run-এ Click করুন। Run-এ গিয়ে Regedit লিখে Ok-তে Click করুন।
তারপর একটি Registry Editor খুলবে। এখানে HKEY_CURRENT_USER এর উপর Double Click করুন।
তারপর Control Panel এ 2x Click করে Desktop-এ যান। Desktop উপর ক্লিক করে ডান সাইডে এস MenuShowDelayতে গিয়ে 400 জায়গায় 0 করে Ok-তে Click করুন।
এবার আপনার কম্পিউটারের Log Off গিয়ে Log Off করুন। ব্যস হয়ে গেল মজাদার রেসেপি। এবার দেখুন Speed কেমন বাড়ে।
Shortcrust: Start menu+Run+Regedit+HKEY_CURRENT_USER +Control Panel+Desktop+MenuShowDelay+0+Ok
এ সম্পর্কিত Tuneপূর্বে Techtunes এ প্রকাশিত হয়েছে কি-না জানিনা। হলে আন্তরিকভাবে দুঃখিত।তবে আশা করা যায় হয়নি!!
ভাল লাগলে এবং উপকারে আসলে Comment করতে ভুলবেন না।
আপনাকে অঅঅঅঅঅঅঅনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
সব সময় হাসিখুশি থাকবেন।
আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পূর্বে টিউন হয়েছে। আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি। তবুও ধন্যবাদ।