এবার বের করুন আপনার কম্পিউটারের মাউস কতটা পথ ভ্রমণ করেছে!!!

আমি অনেকটা নিশ্চিত প্রায় সবাই নিজের বা অন্য যেকোন গাড়ির মাইলেজ মেপেছেন। কিন্তু কেউ কি কখনো কম্পিউটারের মাউসের মাইলেজ মেপেছেন বা মাপার চেষ্টা করেছেন। এখন অনেকেই বলতে পাগলে বলে কি? এটা তো কোন গাড়ি নয় যে তার মাইলেজ মাপব।

Anti Mousing হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি মাউসের মুভমেন্ট মাপতে পারবেন। দূরত্ব সাধারণত এখানে কিলোমিটারে মাপা হয়ে থাকে। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার মাউসের মুভমেন্ট সহ, মিনিটে কতগুলো ক্লীক করা হয়েছে, illegal moves কতগুলো হয়েছে তা নির্ণয় করতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লকিংে ক্লীক করুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায়”রে দুনিয়া ! ধন্যবাদ ।

Level 0

Very Nice

Level 0

দারুন তো !!!!!!!!
ধন্যবাদ।

ভালো লাগলো………………ধন্যবাদ।

নতুন জিনিস ………thanks a lot

হাসিব এর রেকর্ড ভেঙে দ্রুততম অর্ধশত এর জন্য অভিনন্দন।

    ধন্যবাদ শাকিল ভাই।

    শাকিল ভাই রেকর্ড করা হয় কিন্তু রেকর্ড ভাঙার জন্যেই । আর এখন একটু বেছে বেছে টিউন করছি ছোট টিউন করে মজা পাচ্ছি না তাই টিউনের পরিমান একটু কমে যাবে । চাইলে আমিও আরও দ্রুত এগুতে পারি কিন্তু এমন টিউন করতে চাই যেগুলো বেশিরভাগ মানুষেরই অজানা । এবং কিছুটা মানসম্মত

    হাসিব আমি জানি আপনি দ্রুত পারবেন তবে আমিও মনে করি কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটিকে গুরুত্ব দেয়ার সময় এখন। আপনার কাছ থেকে মানসম্মত টিউনই আমরা সবাই প্রত্যাশা করি।

    ধন্যবাদ শাকিল ভাই । আর কতকাল অপেক্ষায় থাকব আপনাদের সেঞ্চুরীর অপেক্ষায় জানাবেন তাহলে হয়ত নিশ্চিন্তে ঘুমাতে পারতাম ।

    Level New

    @ হাসিব (আর কতকাল অপেক্ষায় থাকব আপনাদের সেঞ্চুরীর ..) সেঞ্চুরী করলে কি হবে ?আপনি কি সেঞ্চুরী করার জন্য টিউন করেছেন ?আমার মনে হয় আমরা সবাই (আপনিও) সবার সাথে নিযের জানা কিছু শেয়ার করার জন্য টিউন করি।

    @ হাসিব আমার সেঞ্চুরীর কোন নির্দিষ্ট সময় নাই এই মাসেও হতে পারে আবার ৩ মাসও লাগতে পারে।
    @ মইন ভাই আসলে যখন কোন কিছু কেউ করে তখন কোন মাইলষ্টোনের চিন্তা মাথায় থাকে না কিন্তু এরকম মাইলষ্টোন যখন অতিক্রম করে তখন অবশ্যই সেলিব্রেট করে।

মঈন ভাই আসরে যে যেভাবে মনে করুক কারই কিছূ যায় বা আসে না । তবে তারা দুইজন যদি সেঞ্চুরী করে ফেলেন তাহলে আমাদের তিন জনের মাঝে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে যা সবাইকেই ভাল টিউন উপহার দিবে । আশা করি আমার লক্ষ্যটা বুঝতে পেরেছেন ।

    Level New

    বেশি টিউন করার প্রতিযোগিতা নাকি ভালো টিউন করার প্রতিযোগিতা ?
    যদি ভাল টিউন করার প্রতিযোগিতা হয় তবে টিউনের কোয়ালিটিকে গুরুত্ব দিলেই চলবে … সেঞ্চুরী করার কি দরকার।

    ভাল টিউন বলুন কিংবা বেশী টিউন আমি কোন প্রতিযোগীতায় নেই। কেউ এখানে আমার প্রতিদ্বন্দী নয় আমি মনে করি আমি অন্তত সকল প্রতিযোগীতার উর্দ্ধে নিজেকে রাখতে পেরেছি এখানে। প্রতিযোগীতা করার ইচ্ছা থাকলে এতদিনে ………………..যা হোক আমি শুধু আমার মত টিউন করতে চাই আমার মেধা দিয়ে ………………..অন্য কাওকে নিয়ে মাথা ঘামাতে চাইনা। আপনার এগিয়ে যান সেঞ্চুরি করুন যারা সেঞ্চুরী করেছেন তারা মিলেনারী করুন। শুভ কামনা রইল সবার প্রতি।

Level 0

plz vhi bangla natok download nea akta tune koran .thanks for that tune.