কিভাবে Windows XPও Vista তে ফোল্ডার অদৃশ্য করবেন

আপনি ইচ্ছা করলেই আপনার Windows XP ও Vista তে যেকোন ফোল্ডার অদৃশ্য করতে পারবেন। কিভাবে কাজটি করবেন তা নিচে দেওয়া হল:

প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করুন।

তারপর ফোল্ডারের উপর রাইট ক্লীক করে Rename এ ক্লীক করে Alt চেপে ধরে 0160 টাইপ করুন এবং Enter  চাপ  দিন। দেখবেন ফোল্ডারের নামটি চলে গেছে।

তারপর ফোল্ডারটির উপর আবার রাইট ক্লীক করুন এবং এভাবে Properties > Customize > Change the icon যান।

অদৃশ্য আইকনে ক্লীক করুন (মোট তিনটি অদৃশ্য আইকন দেখতে পাবেন)।

তারপর Ok তে চাপ দিন।

তারপর মজা দেখুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিনে সবাই মনেহয় কৌশলটা জানে। তবে নতুন টিউনারদের কাজে দেবে আশাকরি। ধন্যবাদ।

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
ফোল্ডার অদৃশ্য হলো বটে কিন্তু দৃশ্যমান করবো কিভাবে ?
আপনার টিউনটিতে দুইটি বিষয়ই উল্লেখ করা দরকার ছিলো ।
ফোল্ডার অদৃশ্য এবং দৃশ্য করা ।
—————-@ ধন্যবাদ @——————

    রুহুল আমিন ভাই অদৃশ্য ফোল্ডারের উপর ক্লীক করে আইকনটা পরিবর্তন করে ফোল্ডার আইকন দিন। দেখবেন যে দৃশ্যমান হয়ে গেছে।

Level 0

Very Good For Your Tune

koi bai folder arr name to muche na

ধন্যবাদ টিউনের জন্য…

কিন্তু ফোল্ডার ডিলিট করবো কি ভাবে??? VISTA তে ডিলিট হচ্ছে না…

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
ফোল্ডার অদৃশ্য এবং দৃশ্য করতে সক্ষম হয়েছি ।
তবে কাজটি খুবই ঝামেলার ।
রিনেম , আইকন পরিবর্তন প্রভৃতি সত্যিই ঝামেলা ।

——–ধন্যবাদ——–

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই
এ দেখি যাদু
রুহুল আমীন ভাই কাজটি খুবই সহজ ।