আপনি ইচ্ছা করলেই আপনার Windows XP ও Vista তে যেকোন ফোল্ডার অদৃশ্য করতে পারবেন। কিভাবে কাজটি করবেন তা নিচে দেওয়া হল:
প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
তারপর ফোল্ডারের উপর রাইট ক্লীক করে Rename এ ক্লীক করে Alt চেপে ধরে 0160 টাইপ করুন এবং Enter চাপ দিন। দেখবেন ফোল্ডারের নামটি চলে গেছে।
তারপর ফোল্ডারটির উপর আবার রাইট ক্লীক করুন এবং এভাবে Properties > Customize > Change the icon যান।
অদৃশ্য আইকনে ক্লীক করুন (মোট তিনটি অদৃশ্য আইকন দেখতে পাবেন)।
তারপর Ok তে চাপ দিন।
তারপর মজা দেখুন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
এতদিনে সবাই মনেহয় কৌশলটা জানে। তবে নতুন টিউনারদের কাজে দেবে আশাকরি। ধন্যবাদ।