Text File Joiner হল একটি ফ্রী সফটওয়্যার যার মাধ্যমে আপনি একাধিক টেক্সট ফাইলকে একটিমাত্র ফাইলে রূপান্তর করতে পারবেন। এটা ব্যবহার করা খুবই সহজ। দুটি ধাপের মাধ্যমে আপনি আপনার সব টেক্সট ফাইলকে একটি ফাইলে রূপান্তর করতে পারবেন।
প্রথমে আপনি Text File joiner ফাইলটি ডাউনলোড করুন এবং এরপর ইনস্টল করুন।
ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি রান করুন।
Select Files বাটনে ক্লীক করুন এবং একাধিক ফাইল সিলেক্ট করুন।
এখন আপনার ফাইলগুলোকে সিরিয়ালমতো সাজান নিচে অবস্থিত আপডাউন বাটনের মাধ্যমে।
এটা হয়ে গেলে আপনি Save Combined বাটনে ক্লীক করুন।
দেখবেন আপনার সব ফাইল একটি মাত্র ফাইলে পরিণত হয়েছে।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
ডাটা এন্ট্রি টাইপের কাজ করতে গেলে খুবই কাজে দেয় । আপনার লিংকটা কাজ করছে না , ঠিক করে দিন 🙂
Thanks joiner & you.