Bootable CD or DVD কীভাবে বানাতে হবে

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের Bootable CD or DVD  তৈরি করা দেখাব। এটা খুবই common একটা বিষয়। অনেকেই জেনে থাকবেন। তারপরও যারা জানেন না দেখাচ্ছি তাদের জন্য এ বিষয়ে টিউন করছি। ভুল ত্রুটি দয়া করে নিজগুণে ক্ষমা করে দেবেন।

প্রয়োজনীয় সফ্টওয়্যার : Nero Burning ROM Ultra Edition, BOOT.img , Daemon Tools(যাদের আছে তাদের প্রয়োজন নেই) ।

(আমি আপনাদের Nero সফ্টওয়্যারটি একটু পুরনো ভার্সনের দিচ্ছি। এর version.6.6.0.13 । এর Looking টা আমার খুব পছন্দের । তাই আশা করি আপনাদেরও ভাল লাগবে)

প্রথমেই শুরু করুন  ”Nero Burning ROM” press করে।

Nero Burning ROM press করার পর দেখবের আপনার সামনে একটা নতুন window হাজির হবে। যারা Bootable CD তৈরি করবেন তারা উপরে CD select করুন। আর যারা Bootable DVD তৈরি করবেন তারা উপরে DVD select করুন।

আপনি যে BOOT.img Download করেছিলেন সেটা চালুর জন্য Daemon Tools ব্যবহার করুন। CD    অথবা  DVD select করার পর image file option select করুন এবং browse এ click করে আপনার download কৃত BOOT.img   select করে দিন। তারপর Open এ click করুন।

এখন যে নতুন window চালু হবে তাতে আপনি যে data গুলো bootable বানাতে চান তা Daemon Tools দিয়ে image file বানিয়ে burning list এ সংযোজন করে দিন।

এখন আপনি তা CD অথবা DVD তে burn করে check করুন, দেখবেন তা bootable হয়ে গেছে।

আমার জন্য দোয়া করবেন । আল্লাহ বাচিঁয়ে রাখলে ইনশাল্লাহ আগামীতে অভূতপূর্ব চমৎকার টিউন নিয়ে হাজির হব। আর কারও যদি Programming Language “C” শেখার আগ্রহ থাকে তাহলে আমাকে ([email protected]) ই-মেইল করবেন। এ বিষয়ে আমি ধারাবাহিক টিউন লেখার চেষ্টা করব ইনশাল্লাহ।

Level 0

আমি মইনুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল চালিয়ে যান।

এখন সবাই উইন্ডোজ সেভেন চালায়।সেভেন এ নিরো ৬ চলেনা।

nice….

Level 0

er cheye sohoj pen drive a install dea. windows er boot folder theke bootsect.exe copy kore D: drive a past korar por, pen drive a windows copy kore, cmd admin dia open kore likte hobe D:\bootsect.exe/nt60 F: (F hocce pen drive). bes kaj ses….

apni C niye tune kore .plzz