টুইটারে তারেক ভাইয়ার স্ট্যাটাসে অমি আজাদ ভাইয়ার সৌজন্য ডিভি লটারির উপর বাংলা ইন্সট্রাকশান নিয়ে ২২ পেজের ভাল একটা পিডিএফ পেলাম। অনেকেরই দেখি ডিভি নিয়ে অনেক আগ্রহ 🙂 । অনেকে আবার আশা করে বসে থাকেন তারা ডিভি লটারীতে জিতবেনই একদিন না একদিন। 🙂 ডাউনলোড করে দেখেন ।কাজে লাগবে আশা করি।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ভাল, যারা আগ্রহী তাদের বেশ কাজে লাগবে।
তবে এমেরিকায় না গিয়ে বরং দেশেই থাকুন আত্মীয় স্বজনদের সাথে। ওখানে গিয়ে যে পরিশ্রম করবেন সে পরিমাণ এদেশে করলে তারচে অনেক ভালো থাকা সম্ভব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। নো মোর এমেরিকা….