Facebook এ Auto Massage দিন (শুধুমাত্র Android User দের জন্য)

আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি। ফেসবুক হল বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম। ফেসবুক Use করে না এমন Public খুব কম দেখা যায়। কিন্ত যারা  Android Diye ফেসবুক Use করেন তাদের একটা অন্যতম সমস্যা হল ২৪*৭ অনলাইন শো করে। এতে করে মানুষ মনে করে আপনি অনলাইন এ আর আপনাকে Knock করে কিন্ত দুঃখের বিশয় তখন আপনি অফলাইন কিন্ত সেটা কি তারা বুঝে?? বুঝে নাহ। তাই তহ অনেকেই রাগ করে যে আমাকে  পাত্তা দেয় নাহ ইত্যাদি  ইত্যাদি । বিশেষ করে Girl Friend হইলে তহ এ কথাই নাই। 😀 কিন্ত আমি আজকে এমন একটা সফটওয়্যার দিব জার মাদ্ধমে আপানারা চ্যাটও করতে পারবেন আবার জখন অফলাইন থাকবেন তখন Automatic একটা Msg ডিয়ে রাখতে পারবেন । যেমনঃ আমি Offline পরে......। তাই কথা না  বারিয়ে আপনাদের সাথে সফটওয়্যারটির পরিছয় করিয়ে দেই। সফটওয়্যারটির নাম হলঃ Go! Chat For Facebook. এটা চ্যাট করার জন্য অনেক ভাল একটা সফটওয়্যার আমি নিজে Use করি।

১) এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। অথবা Google Playstore (Andorid Market) এ " Go! Chat For Facebook"  লিখে সার্চ দিন পেয়ে যাবেন প্রথমেই।

২)সফটওয়্যারটি ইন্সটল করুন।

৩) উপরের ছবির মত লাল দাগ দেওয়া জায়গায় Click করুন।

৪) Set Automessage এ প্রেস করুন।

৫) এবার আপনার মেসেজ সেট করে  OK বাটন প্রেস করুন।

ব্যাস! কাজ শেষ এবার যখনইয়ে কেও আপনাকে Knock করবে তখন সে আপনার দেওয়া Auto Message টা দেখতে পাবে তবে এজন্য সফটওয়্যার টা অন রাখবেন। এই সফটওয়্যার Megabyte অনেক কম কাটে তাছাড়া আপনি যখন অনলাইন এ আশবেন তখন Available বাটন এ প্রেস করলেই সব আগের মত হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে  পেরেছেন। না বুঝে থাকলে আমার সাথে যোগাযোগ করুন।

আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi Tithon

আর একটা কথা আমি  Bike নিয়ে  ধারাবাহিক  Tune  করতে চাই আপনাদের মতামত জানাবেন দয়া করে।

বিঃ দ্রঃ আমি বাংলা ভাল লিখতে পারি না  যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

ধন্যবাদ সবাইকে 😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

thank you vaiya….20,000/- er moddhe valo Android set valo konta hobe ektu janaile khushi hoitam

    @Emran: Galaxy y KInte Paren 13,450 tk , ar beshi mane 20,000 moddhe HTC Wildfire serise ar onk valo android set paben. tobe hardware configuration valo jeitar oita kina valo version dekhe lav nai vai hardware valo na thakle version diya kisu hobe nah. so jetar hardware configuration valo shetaie kinen.