বাংলা ব্লগ হোক কিংবা ইংরেজি ওয়েবসাইট, বিভিন্ন পোস্ট আমাদের ভীষণ কাজে লাগে এবং অনেকেই সেই পোস্ট html করে সেভ করে রাখেন পিসিতে অথবা pdf তৈরি করে নেন। কিন্তু সমস্যা হল, সাধারণভাবে html এ সেভ করে রাখলে আপনার কিলোবাইট খরচ হবে অর্থাৎ যারা লিমিটেড ইন্টার্নেট ব্যবহার করেন তাদের ডাউনলোডে ইন্টারনেট কিছুটা হলেও খরচ হয়।
কিন্তু যাঁরা পিডিএফ প্রিন্টার ব্যবহার করে সুকৌশলে পোস্ট পিডিএফ করে রাখেন তাঁদের নেট খরচ হয় না ঠিকই কিন্তু অনেক অপ্রয়োজনীয় অংশ চলে আসে, যা বেশ বিরক্তিকর। আবার অনেকে আছেন যাঁরা ওয়েবসাইট থেকে লেখা কপি করে ওয়ার্ড প্রসেসরে আনেন। এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং কপি পেস্ট করাও ঝামেলার কাজ। তবে সেই চিন্তাভাবনার দিন আপাতত শেষ।
আমি আপনাদের জন্য এমন এক উপায় এনেছি যার মাধ্যমে সহজেই অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এবং নেট খরচ না করেই আপনার পছন্দের পোস্টটি পিডিএফ আকারে রাখতে পারবেন লেখার আকার বৃদ্ধি করে। টেকটিউন্সের অনেক পোস্টই আছে যেগুলো বেশ জ্ঞানগর্ভ এবং শিক্ষণীয়। অনেকেই হয়ত প্রিয়তে এ রাখেন কিন্তু নেট না থাকার কারণে বিশেষ অবস্থায় আর সেটা নাও পড়তে পারেন। আমি আশা রাখছি এই পদ্ধতি আপনাদের এসব সমস্যা সমাধান করতে পারবে। ভূমিকাটা বিরক্তিকর হতে পারে তাই আর না এগিয়ে সোজা আজকের বিষয়বস্তুতে চলে যাচ্ছি।
নানা ধরণের Pdf printing সফটওয়্যার গুগল মামুকে জিজ্ঞাসা করলে এমনিতেই পাইবেন, তবে আমার সবচেয়ে পছন্দের Pdf printing সফটওয়্যার হল Bullzip Pdf printer। কারণ, ফ্রি এডিশন হলেও এতে চরম সব ফিচার্স আছে, হাই কোয়ালিটি pdf ফাইল বানাতেও এর জুড়ি নাই। উল্লেখ্য, Do PDF ও চমৎকার ফ্রি সফটওয়্যার।
এই ১৪ মেগাবাইট ডাউনলোড আপনার অনেক ব্যান্ডউইডথ বাঁচাবে তাই যাদের pdf printer সফটওয়্যার নাই এবং কিপ্টামি করে এইটা নামান নাই তাঁরা নিশ্চিৎ পস্তাইবেন!
অনেকেই বলতে পারেন, এইটা আমি শুরুতে দিলাম না কেন? আসলে কখন কোন জিনিসটা কাজে লাগবে সেটা যেমন আপনিও জানেন না তেমনি আমিও জানিনা। এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে Pdf printer পাবেন না অথবা বুকমার্কলেট করার সময় সুযোগ পাবেন না। সেকারণেই প্রথমে ভেজাল পদ্ধতি এবং পরে সহজ পদ্ধতি।
এই পোস্ট করার জন্য printfriendly.com থেকে কোন আর্থিক লভ্যাংশ দেওয়া হয় নি, আমার কাছে সাইটটাকে বেশ কাজের মনে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এমন আরও কিছু সাইট আছে যেমন: printliminator.com এবং printwhatyoulike.com, তবে সাইটগুলো ব্যবহার করা বেশ ঝামেলার। 🙁
সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। কোন এক পোস্টে আবার দেখা হবে। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। 😀
যাদের পোস্ট এই টিউনে উদাহরণ হিসেবে ব্যবহার হয়েছে।
আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শ্রবণ, মনন , অনুশীলন
জমিয়ে দিছো তো 🙂