বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন।
এটা আমার প্রথম টিউন । যেহেতু এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এই টিউন যে কয় জনের ভাল লাগবে তা আমি জানি না।
চলুন এবার কাজের কথায় আসা যাক।
আমরা ইতিমধ্যে MD. JIHADUR RAHMAN NOYON এর টিউন দ্বারা জেনেছি যে, রবি এর সকল ট্যারিফ প্ল্যান এবং প্যাকেজ পরিবর্তন করার নিয়ম পরিবর্তন হয়েছে । যেমন আপনি যদি সরল ৩৯ প্যাকেজে যেতে চান তাহলে আপনাকে ৩৯ টাকা RECHARGE করতে হবে ।
মনে করুন এখন রাত ১০ টা বাজে এই মুহূর্তে আপনার সরল ৩৯ অথবা অন্য প্যাকেজে যেতে হবে । এমন অবস্থায় আপনার recharge করার সুযোগ নেই । তখন আপনি কি করবেন? নিশ্চয় অনেক বিপদে পরবেন ।
কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যে আপনি recharge করা ছাড়াই প্যাকেজ পরিবর্তন করতে পারবেন ।
recharge করা ছাড়াই প্যাকেজ পরিবর্তন করার নিয়মঃ
১। তরুন্য ২৬ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*২৬# ।
২। অনন্যা ২৭ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*২৭# ।
৩। মুহূর্ত ৩১ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩১# ।
৪। হুটহাট চমক ৩২ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩২# ।
৫। রবি ক্লাব ৩৪ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩৪# ।
৬। গতি ৩৬ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩৬# ।
৭। নবান্ন ৩৭ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩৭# ।
৮। সাশ্রয় ৩৮ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩৮# ।
৯। সরল ৩৯ প্যাকেজ এ যাওয়ার জন্য ডায়াল করুন *৮৯৯৯*৩৯# ।
এ পদ্ধতি অনেকের জানা নেই । যারা না জানেন তারা অযথা টাকা recharge করে প্যাকেজ পরিবর্তন করবেন কেন ।
তাই তাদের জন্য আমার এ টিউন । আর একটা কথা মনে রাখবেন আপনি যদি কখনও ২৬,২৭,৩১,৩২,৩৪,৩৬,৩৭,৩৮,৩৯ টাকা recharge করেন তাহলে আপনার পরিবর্তন হয়ে যাবে ।
আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি অবশ্যয় 01829756262 অথবা 01818666200 নাম্বারে ফোন করুন ।
ভালো লাগলে কমেন্ট করবেন । সকলকে অনেক ধন্যবাদ ।
আমি অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
mochotkar vaijan !!!!
chalia zaan…