আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়েরা। আশা করি ভাল আছেন সবাই। তবে আমি খুব একটা ভালো নেই। কারন আমি এস এস সি পরীক্ষারতী আর আজকে আমার রেজাল্ট দিবে। সেটা নিয়ে একটু টেনশন এ আছি। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কথা বারাতে চাই না। এটা আমার টেকটিউন এ প্রথম টিউন। আসা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে বিষয় নিয়ে টিউন করছি তা হল কিভাবে উইন্ডোজ এক্সপি তে উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন ব্যবহার করবেন। তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনি তা করবেন।
প্রথমেই আপনি নিজের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন।
https://hotfile.com/dl/155165364/093949b/.zip.htmlWindows_7_Default_Login_5_by_The_Smurfs.html
তারপর জিপ ফাইল টি আনজিপ করুন। তারপর দেখবেন ওখানে দুটি ফোল্ডার রয়েছে। একটি হল “Normal Screen” আরেকটি হল “Wide Screen”। “Normal Screen” হল নরমাল মনিটর এর জন্য আর “Wide Screen” হল বড় মনিটর এর জন্য।
আসুন কিভাবে আপনি তা ইন্সটল করবেন।
১। প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন। তারপর “C:\WINDOWS\Resources” এই ফোল্ডার এ প্রবেশ করুন। ওখানে “Logon” নামে একটি ফোল্ডার তৈরি করুন।
২। তারপর আপনার জিপ ফাইল এর যে কোন ফোল্ডার থেকে “logonUI.exe” ফাইল টি কপি করুন এবং “C:\WINDOWS\Resources/logon” ফোল্ডার এ পেস্ট করুন। ( Normal Screen এবং Wide Screen থেকে যেটি আপনার মনিটরে প্রযোজ্য হয় সেই ফোল্ডার থেকে “logonUI.exe” কপি করুন। )
৩। তারপর উপরের ফোল্ডার দুটি থেকে যেই ফোল্ডার টি আপনি পছন্দ করেছেন সেই ফোল্ডার থেকে “setup.reg” ওপেন করুন। তারপর “yes” এ ক্লিক করুন।
৪। ফলাফল দেখতে হলে উইন্ডোজ এক্সপি থেকে লগ অফ করুন। দেখতে পাবেন উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন আপনার কম্পিউটার এ সেট হয়ে গিয়েছে। আপনি যদি তা রিমুভ করতে চান তবে “restore.reg” এ ক্লিক করুন। ফলে আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন রিমুভ হয়ে যাবে।
টিউন টি ভালো লাগলে কমেন্ট করতে ভুল্বেন না। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর পারলে শুধরায় দিবেন।
আমি The Smurfs। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
offtopic:
সিম্বিয়ান ভাই, হেল্প করুন, আমার Nokia 5233 ডেড হয়ে গেছে।
pls pls pls help me.
আমার Nokia 5233 তে ফ্লাস দিতে গিয়ে ডেড হয়ে গেছে।
টেকটিউনস এ একটা CFW পেয়ে ইচ্ছা হল ফ্লাশ দেই।
my firmware was RM625_50.1.001
প্রথমে আমি jaf দিয়ে CFW দিয়ে ফ্লাশ দিলাম।
but CFW was corrupted and not flashed.
তাই আমি jaf দিয়ে ওরিজিনাল FW দিয়ে ফ্লাশ দিলাম।
firmware was rm-625 v 40.1.3, এটা সংগ্রহে ছিল।
সবকিছুই ঠিক ছিল।
ফ্লাশ হল।
pooling হল।
কিন্তু সেট রিস্টাট নিল না আর।
on করতেও পারলাম না আর।
vibration হয়ে unresponsive থাকে।
পরে phoenix দিয়ে ফ্লাশ দিলাম।
এখানেও একই।
সবকিছুই ঠিক ছিল।
ফ্লাশ হল।
pooling হল।
কিন্তু সেট রিস্টাট নিল না আর।
on করতেও পারলাম না আর।
vibration হয়ে unresponsive থাকে।
তারপর ২০ বারের মত ফ্লাস দেয়া হয়ে গেছে।
ফার্ম ওয়ার change করলাম।
কিনতু একই ফলাফল।
আমি এর আগে এই সেট টিকে Phoenix দিয়ে successfully flash করেছিলাম।
এখন কোন ভাবেই পারছিনা কিছু করতে।
আমার মন খুব খারাপ।
সিমবিআন সাইফ ভাই… কিছু করার আছে আমার? প্লিজ হেল্প করেন আমাকে।