মিডিয়াফায়ার এক্সপ্রেস- ফাইল শেয়ারিং এ নতুন দিগন্ত…

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই??

আজকে একটা বিশেশ টপিক নিয়ে টিউন করতে বসলাম। সার্চ করে দেখলাম টেকটিউনস এ ব্যাপারে আগে টিউন করা হয় নি। তাই বসে গেলাম।

ফাইল আপলোড আর শেয়ারিং এর ক্ষেত্রে মিডিয়াফায়ার এর গুরত্ত হয় নাই বা বললাম। কিন্তু মিডিয়াফায়ার প্রতিনিয়ত প্রযুক্তিতে যোগ করে চলেছে নতুন মাত্রা।সেই ধারাবাহিকতায় মিডিয়াফায়ার নিয়ে এসেছে মিডিয়াফায়ার এক্সপ্রেস।

এর গুনগান শোনার আগে চলুন দেখে আসি কিছু স্ক্রীনশট...

তো কি বুঝলেন?? আপনার ডেক্সটপ থেকে মিডিয়াফায়ার এর অফিসিয়াল  সফটওয়্যার এর মাধ্যমে ফাইল আপলোড করুন খুব সহজে। এর ফিচার গুলো হলঃ

১.ডেক্সটপ এর যেকোনো ফাইল টেনে ফাইল আপলোড করা যাবে।

২.আছে রিসিউম এর ব্যাবস্থা । আপলোড এর সময় ইন্টারনেট ডিসকানেক্ট হলে নো প্রব্লেম। পুশ করে রাখুন । কানেক্ট হলে আবার প্লে করুন আপলোড। ব্রাউজার ক্রাশ এর ঝামেলা থেকে মুক্তি!!!!!

৩.আরও বেশি স্পীড পাবেন আপলোড এ।

৪.স্ক্রীনশট নিতে পারবেন খুব সহজে... আমি যে স্ক্রীনশট নিয়েছি তা MediaFire Express দিয়ে নেয়া।

৫.আরও অনেক নাম না জানা ফীচার আছে, আপনারা দেখে নিয়েন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন...:-)

আমার ব্যাক্তিগত ইংলিশ ব্লগ এ ঘুরে আসতে এখানে ক্লিক করুন...

আজ এটুকুই ,আল্লাহ হাফিজ।

Level 0

আমি শাহ্‌রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

Level 0

এটা কি আপলোডের সময়ও রিজিউম সাপোর্ট করে? যেমন ধরেন, আমি একটা বড় ফাইল আপলোড করব। এখন অর্ধেক আপলোড হবার পর যদি কারেন্ট চলে গিয়ে পিসি অফ হয়ে যায়, তারপর কারেন্ট আসলে কি আবার প্রথম থেকে আপলোড করতে হবে নাকি যতটুকু আপলোড হয়েছিল, তারপর থেকে আপলোড করার সুযোগ আছে?

অনেক ধন্যবাদ আপনাকে। এটা শেয়ার করার জন্য