আমরা সবাই ফেসবুক এর সাথে পরিচিত। খুব কমই আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না। অনেকের আবার এক বা একাধিক ফেসবুক ফ্যান পেজ আছে। কিন্তু পেজে লাইক পাওয়া দুরুহ ব্যাপার। আবার আমরা অনেকেই বিভিন্ন আউটসোর্সিং সাইটে কাজ করি সেখানে হারহামেশাই লাইক এর কাজ পাওয়া যায়। কিন্তু লাইক পাওয়া মোটেও সহজ নয়।
আজ আপনাদের আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি ফেসবুকের পেজের লাইক পাবেন সহজেই। এটা অনেকটা বিনিময়ের মত। মানে আপনি যতগুলো লাইক করবেন ততগুলো লাইক পাবেন। আপনি লাইক এর মাধ্যমে কয়েন অর্জন করবেন আবার সেই কয়েন এর বিনিময়ে আপনার পেজের লাইক পাবেন। সহজ হিসাব।
তো চলুন শুরু করা যাক ধাপে ধাপে......
ধাপ:১:
প্রথমেই আপনাকে সাইটে সদস্য হতে হবে, এই জন্য এইখানে GetYourLikes এখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন্ নতুন একটা অফার চলছে সেটা হল রেজিস্ট্রেশন করলেই ২০০ কয়েন, দেরী না করে লুফে নিন।
রেজিস্ট্রশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনার ইমেইল এ একটিভ লিংক যাবে সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।
ধাপ ২
এবার আপনার কয়েন অর্জনের পালা
এজন্য মেনুতে Earn coin --> Facebook এ ক্লিক করুন তাহলেই পেজের তালিকা চলে আসবে.. শুধু লাইক বাটনে চাপতে থাকুন আর পয়েন্ট অর্জন করতে থাকুন। কোন পেজর জন্য কত পয়েন্ট/কয়েন পাবেন সেটা পেজের নীচেই লেখা আছে।
ধাপ ৩:
পয়েন্ট তো অর্জন হল এবার চলুন সেই পয়েন্ট খরচ করে নিজের ফ্যানপেজ এর লাইক বাড়িয়ে নেই। এ জন্য প্রথমেই আপনাকে আপনার ফ্যানপেজেটি এড করতে হবে।
বামের মেনু থেকে Add Site এ ক্লিক করুন।
এবার যে পেজ টি আসবে সেখানে উপর থেকে Facebook সিলেক্ট করুন।
১. এখানে আপনার ফ্যানপেজের ইউআরএলটি লিখুন
২. এখানে পেজের টাইটেল লিখুন
৩. আর প্রতি লাইকের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন। (১০-১২ দেয়াটাই মনে হয় উত্তম)
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।
এবার আপনার কাজ হল আপনার এড করা পেজে আপনার অর্জিত কয়েন সেট করা। এই জন্য My Site এ ক্লিক করে উপর থেকে Facebook এ ক্লিক করলেই আপনার এড করা পেজের নাম দেখতে পারবেন।
এবার Add Coin এ ক্লিক করুন
এবার কত পয়ন্টে সেট করবেন সেই সংখ্যাটি লিখুন। তারপর সেভ করুন। আপনার কাজ শেষ এবার অন্যরা আপনার পেজ লাইক করবে আর কয়েন অর্জ করবে তার বিনিময়ে আপনি পাবেন আপনার কাঙ্খিত লাইক।
আর আপনিও লাইক করে কয়েন অর্জন করতে থাকুন।
বিঃদ্রঃ কয়েন অর্জনের আরেকটি সহজ উপায় হল রেফারেল সাইন আপ। আপনার রেফারে একজন সদস্য হলেই আপনি পাবেন ৫০ কয়েন।
এভাবে পয়েন্ট অর্জন করা বেশি সহজ।
আপনার রেফার লিংক পাওয়ার জন্য Promote Site এ ক্লিক করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.SocioFan.com এক ই রকম সাইট। আরও আছে। খুজলে এ পাওয়া জায়।