Windows XP তে ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন

আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছেন যখন আমরা Windows XPতে কোন ফোল্ডার খুলি তখন তার সাদা ব্যাকগ্রাউন্ড দেখি। এখন প্রশ্ন হল কিভাবে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। দুভার্গজনকভাবে Windows XPতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কোন অপশন নেই । এই ফিচারটি ছিল একমাত্র Windows 98 এ। এর পর থেকে নতুন অপারেটিং সিস্টেমগুলোতে এই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বার বার আমি একটা কথাই বলি যে সব সমস্যার একটা সমাধান আছে। এমন কোন সমস্যা নেই যেটার কোন সমাধান নেই। Windows XP তে ফোল্ডার এ ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য একটি সফটওয়্যার আছে। আর এটির নাম হল Windowpaper XP। সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে ক্লীক করুন। 

কীভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন:

প্রথমে Windowpaper XP সফটওয়্যারটি চালু করুন। ডানপাশের প্রথম বক্সে আপনি যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যোগ করতে চান ঐ ফোল্ডার সিলেক্ট করুন। include subfolders অপশনটি চেক করে দিন।

দ্বিতীয় বক্সে একটি ইমেজ সিলেক্ট করুন যেটা আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান।

তৃতীয় বক্সে লেখার কালার সিলেক্ট করুন।

শেষ হয়ে গেলে Exit এ ক্লীক করুন।

বি:দ্র: পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে Default এ ক্লীক করুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমমমমম……. মন্দ না…. মোটামুটি কামের একখান জিনিস দিছেন…..
আগে এই কামডা code লেইখা করতাম…..
কিন্তু ভাই আমার একটা প্রশ্ন আছে…… এখানে ইমেজ সাইজ নিয়া কোন ঘাপলা আছে নাকি……???
থাকলে আগে-ভাগে জানান…..

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,

Windowpaper XP সফটওয়্যারটি নিয়ে Rafiur ভাই গত ২৯জুলাই টিউন করেছিলেন ।
যার লিংকটি হলো:
https://www.techtunes.io/other/tune-id/7787/

    একই টিউন বার বার আসতেছে আর ভাল লাগতেছে না ।

ভালো হয়েছে। ধন্যবাদ।