অনেক দিন পর আবার টিউন করতে আসলাম। আজকে একটি পুরাতন বিষয় নিয়ে আসলাম। হয়ত এটা নিয়ে টিউন হয়েছে। তারপরেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। তাই আমি আবার টিউন করলাম আমরা অনেক সময় পেনড্রাইভে নির্দিষ্ট ফোল্ডারে ফাইল পাঠাতে চাই কিন্তু পেনড্রাইভে ঢুকতে পারি না কারন ভাইরাস। তাই আজকে একটি সহজ পদ্ধতি দেখাবো যাতে করে পেনড্রাইভে যে কোন ফোল্ডারে ফাইলে পাঠাতে পারি। এই কাজ আপনি দুইভাবে করতে পারবেন। একটি হচ্ছে নোডপ্যাড ব্যবহার করে আরেকটি হচ্ছে রেজিষ্ট্রি এডিট করে। আর এটি উইন্ডোজ 7 এবং এক্সপি দুইটাতেই কাজ করবে।
১)নোট প্যাড দ্বারা>>>>
নিচের লেখাটুকু কপি করে copyto & moveto.reg নামে সেইভ করুন এবং এটার উপর ডাবল ক্লিক করুন। ব্যাস কাজ শেষ
নিচের লাইন থেকে কপি করুন>>
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers]
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}]
[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}]
শেষ[শুধু মাত্র ইংরেজী লেখাটুকু কপি করবেন বাংলা না] নিচের ছবির মত দেখুন>>
২)রেজিষ্ট্রি এডিট করে>>
প্রথমে Start মেন্যু থেকে Run-এ গিয়ে টাইপ করুন regedit এবং এন্টার চাপুন। এখন এই ডিরেক্টরিটি খুঁজে বের করুন HKEY_CLASSES_ROOT\AllfileSystemObjecs\shelles\ContextMenuHandlers; এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দুটি নতুন Key বানান, একটার নাম দিন Copy To, আরেকটার নাম দিন Move To। এখন default-এ ডবল ক্লিক করে Copy To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To-এর জন্য লিখুন: {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}
নিচের ছবির মত দেখুন
ব্যাস কাজ শেষ। এবার আপনি কোন ফাইলের উপর রাইট ক্লিক করলে নিচের মত দেখতে পরবেন।
আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপসটি শেয়ার করার জন্য ধন্যবাদ।