আমরা সবাই YouTube থেকে ভিডিও দেখতে পছন্দ করি। কিন্তু এমন যদি হত ভিডিও দেখার পাশাপাশি lyrics টাও দেখা যেত। হ্যাঁ এমন করা সম্ভব। আজকে আমি আমার এই টিউনটিতে দেখাব কিভাবে YouTube এ ভিডিও দেখার পাশাপাশি lyrics টাও দেখা যায়।
প্রথমে আপনি Mozilla Firefox ডাউনলোড ও ইনস্টল করেন যদি এটা আপনার না থাকে।
তারপর Greasemonkey addon টি ইনস্টল করুন এবং ফায়ারফক্স Restart করুন।
এটা হয়ে গেলে YouTube lyrics টি ইনস্টল করুন এবং আবার ফায়ারফক্স Restart করুন।
এখন YouTube প্রবেশ করুন এবং যেকোন ভিডিও দেখা শুরু করুন এবং আপনি আপনার কাঙ্খিত ভিডিওর lyrics টি দেখতে পাবেন আপনার ভিডিওর ডানপাশের সাইডবারে।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
Internet Explorer জন্য কিছু নাই।