ফেসবুক হ্যাকিং এখন কেমন যেন নিত্য হয়ে গেছে । আজ ফেসবুক হ্যাকিং এর বিরুদ্ধে কিছু শিখব এবং অন্যদের কাছে শেয়ার করব “””””
ফেসবুক আমার আপনার সবারই একটি প্রিয় সাইট। অনেকের তো এমন অবস্থা সারাদিন খাবার খাই না খাই কিন্তু ফেসবুকে বসা চাই। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিত কারনে। আর এখন আকাশে বাতাসে হ্যাকিং এর আভাস আন্দাজ করা যায়। তাই এই সাইবার ওয়াল্ডে কেউ হ্যাক প্রুফ নয়। অনেক কথা বলে ফেলেছি। এখন কাজের কথায় আসি। হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. এড্রেস বার এ http://www.Facebook.com/hacked লিখে এন্টার চাপুন।
২.তারপর My Account Is Compromised এ ক্লিক করুন।
৩.এখনIdentify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন।
** আমরা সব সময় চেষ্টা করি আপনাকে ভালো কিছু উপহার দেয়ার। এরকম আরও ভালো কিছু পেতে ও জানতে হলে আমাদের সাথেই থাকুন**
** সময় পেলে আমার ব্লগটা ঘুরে আসবেন
আমি bidutking34। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I LOVE TO SHARE.
ভাই এখনও হয় নাই হইলে ট্রাই করে দেখবো।তারপরও লিখার জন্য ধন্যবাদ।