আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কি Fatal error: Allowed memory size of xxxxxx bytes exhausted… ইরোর পাচ্ছেন ?

ব্লগিং এ জন্য ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় CMS। বর্তমানে ওয়েবসাইট বানানোর কথা মাথায় আসলেই ওয়ার্ডপ্রেসের কথা মনে পড়ে। না আসারও কোন কারণ নেই কারণ এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কি না হয়? যত্ত রকমের সাইট আছে প্রায় সবগুলাই এই CMS দিয়েই বানানো যায়।

আপনাদের যাদের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো তারা প্রায়ই এই কমন সমস্যাটির মধ্যে পড়েন। এই সমস্যার কারণে সাইটে অনেকেই অনেক ভাল ভাল থিম কিংবা প্লাগিন ব্যবহার করতে পারেন না। আসলে তারা বুঝতেই পারেন না যে, এই সমস্যাটি থিমের জন্য বা প্লাগিনের জন্য হচ্ছে না বরং এটি হোস্টিং এর PHP কনফিগারেশন এর সমস্যার জন্য হচ্ছে।

এরকম সমস্যায় আমিও পড়েছিলাম। এবং অনেক ঘাটাঘাটি করেছি। আসলে এই সমস্যাটি খুবই সাধারণ এবং খুব সহজেই সমাধান করা যায়।

সামাধান-

১। প্রথমে আপনার হোস্টিং/CPanel এ লগিন করুন।

২। আপনার রুট ফোল্ডারে অর্থাৎ যেখানে ওয়ার্ডপ্রেস সেটাপ দেয়া আছে সেখানে, এখানে ক্লিক করে ডাউনলোড করা php.ini ফাইলটি আপলোড করুন।

৩। এবার আপনার wp-admin ফোল্ডারে গিয়ে এখানে ক্লিক করে php.ini ফাইলটি ডাউনলোড করে আপলোড করুন।

৪। ব্যাস ! সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আপনার সাইটে ঢুকুন। দেখবেন এখন আর কোন ইরোর দেখাচ্ছে না।

ভাল থাকুন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ সাইফুল ভাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য। তবে এটি wp-confgi.php এ define(‘WP_MEMORY_LIMIT’, ’96M’); বসিয়ে প্রয়োজন মত ভ্যালু বসিয়ে ও করা যায়। ধন্যবাদ।

অনেক ভাবেই এই প্রবলেম সল্ভ করা যায়। যেমন তোমার বলা একটা। উপরে সফিউল ভাইয়ের আরেকটা। আবার হোস্টিং প্রভাইডারের সাথে যোগাযোগ করে জানালেও তাঁরা পিএইচপি মেমরি বাড়ায় দিলে প্রবলেম সল্ভ হয়ে যাবে! 🙂

    @আরিফুল ইসলাম শাওন: তিনটা পদ্ধতিই জানি। তারমধ্যে শফিউল ভাইয়েরটা আর আমারটাই আমাকে বেশি সহজ মনে হয়।
    বিদেশীদের কাছে হোস্টিং নিলে ওরা বেশিরভাগ সময় সার্ভারের কনফিগারেশন চেঞ্জ না করে আমার সিস্টেমে কাজ সারে :/
    দেশীদের কথা ভিন্ন 😛

অনেক কঠিন!!!!!!!!

আইলসা গো লইগ্গা একটা প্লাগিন ও আছে দেখতাছি… 🙂 http://wordpress.org/extend/plugins/change-memory-limit/

thanks brother

Level 0

সাইফুল ইসলাম ভাই আপনার মোবাইল নম্বরটা কি দেয়া যায়।