আপনার অনেক কষ্টে মিডিয়াফায়ারে আপলোডকৃত ফাইলগুলি কি ডিলিট করে দিচ্ছে?

আপনারা অনেকেই সোপা-পিপার নাম শুনে থাকবেন। যার কার্যকারীতা বর্তমানে বন্ধ হলেও FBI এর ভয়ে অনেক ভাল ভাল ফাইল সেয়ারিং সাইট ফাইল সেয়ারিং সিস্টেম বন্ধ করে দিচ্ছে। ফলে সাধারণ জনগনের ফাইল সেয়ারিং বেশ কষ্টকর হয়ে পড়েছে। এখন বর্তমানে ফাইল সেয়ারিং এর জন্য আমাদেরকে মিডিয়াফারের সম্মুখিন হতে হচ্ছে। কিন্তু ইদানিং তারাও FBI এর ভয়ে তাদের সার্ভারে পাইরেটেড ফাইলগুলির কপি মুছে দিচ্ছে। ফলে এত কষ্টে আপলোড করা ফাইলগুলি নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। এই সমস্যাটি তখনই হয় যখন আপনি কোন পাইরেটেড ফাইল আপলোড করার পর সেটি সবার সাথে সেয়ার করেন। অর্থাৎ আপনার আপলোডকৃত পাইরেটেড ফাইল যখন বিভিন্ন আইপি থেকে ডাউনলোড করা হচ্ছে। তখন মিডিয়াফায়ার এই ফাইলগুলি মুছে দিচ্ছে। এই সমস্যার পুরোপুরি কোন সমাধান না পাওয়া গেলেও লিংকগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি উপায় আছে। আসুন জানা যাক-

LeechMF নামক একটি সাইট এই সুবিধা দিচ্ছে। তারা মিডিয়াফায়ার থেকে ডাউনলোডের জন্য এক ধরণের বিশেষ স্ক্রিপট ব্যবহার করে। এই স্ক্রিপটিতে একটি ষ্টাটিক আইপি ব্যবহার করা হয়। এই সাইটে মিডিয়াফারের লিংকগুলি সাবমিট করলে তারা আপনাকে ওই লিংকগুলির পরিবর্তে তাদের সাইটের লিংক বানিয়ে দিবে। এবং যখন কেউ তাদের দেয়া ওই লিংকগুলিতে ক্লিক করবে তখন তারা মিডিয়াফায়ার থেকে তাদের ষ্টাটিক আইপি থেকে আপনাকে ডাইরেক্ট ডাউনলোড লিংক প্রদান করবে।

কিভাবে মিডিয়াফায়ারের লিংকগুলিকে দীর্ঘ স্থায়ী করবেনঃ

১। প্রথমে আপনার মিডিয়াফায়ার একাউন্টে, সেয়ার করতে চান এমন ফাইলগুলি আপলোড করুন।

২। আপলোড শেষে আপলোডকৃত ফাইলগুলির লিংকগুলি কপি করুন।

৩। এখানে ক্লিক করে LeechMF সাইটে ঢুকুন।

৪। Insert your link here( Mediafire link only.) বক্সটিতে আপনার মিডিয়াফায়ারের লিংকগুলি পেষ্ট করুন। এবং Protect Mediafire Links এ ক্লিক করুন।

৫। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। নিচের Your protected links will appear below. বক্সটিতে নতুন লিংকগুলি দেখতে পাবেন।

৫। এখন বক্সটি থেকে নতুন লিংকগুলি কপি করুন আর যেকোন খানে নির্ভয়ে ফাইল সেয়ার করুন।

হ্যাপি ফাইল সেয়ারিং
ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): হুম। আপনার পদ্ধতিটি খুবই সুন্দর। তবে নাম উল্টাপাল্টা করে দিলে মনে রাখতে একটু অসুবিধা হয়। তাছাড়া ইউজাররা ডাউলোডে গিয়ে অন্য নাম দেখলে ডাউনলোড করার উৎসাহ হারিয়ে ফেলতে পারে।
    যাহোক যার যেটা ভাল লাগবে সে সেই পদ্ধতিই অনুসরণ করবে 🙂

    অনেক ধন্যবাদ। বানানটা ঠিক করে দিয়েছি।

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): তবে এ ব্যাপারে আমি আপনার সাথে দ্বিমত পোষন করছি। কারন আমার দেখা বেশিরভাগ মুভি শেয়ারিং সাইট তাদের পার্ট ফাইলগুলো সাঙ্কেতিক নামে আপলোড করার পর ও ফাইল হারিয়েছে SOPA PIPA এর কল্যানে। সাধারনভাবে চিন্তা করলে আপনার যুক্তিটা ১০০ ভাগ গ্রহনযোগ্য। কিন্তু তারপর ও ফাইল ডিলিট হয়ে যাচ্ছে। তাই লিচিং এর বিকল্প আসলে লিচিং ই। এ কারনেই এখন সবাই mediahide.com আর mfleech.com ব্যাবহার করছে। যাই হোক leeching কে support দেয়ার ব্যাপারটা পুরোটা আমার personal assumption, ভুলত্রুটি মাফ করবেন।

সরি , নামের বানানটা ভুল করে ফেলেছি

ধন্যবাদ সাইফুল ভাই , সম্ভাবত ৩নং এ কোন লিংক দেওয়া হয়নি ,

এর এটাতে ঐলিংক গুলো লিচিং পদ্ধতিতে অন্য সার্ভারে আপলোড হবে ?

    @প্রিন্স মাহমুদ: উফফ ! আসল জিনিসই দেইনি 🙁 ইদানিং টিউন করার সময় মন যে কোথায় যায় বলা মুশকিল 🙁

    ঠিক করে দিয়েছি 🙂 অনেক ধন্যবাদ।
    আর ওই পদ্ধতিতে লিচিং করে অন্য সার্ভারে আপলোড হয় না। মিডিয়াফায়ার থেকেই ডাইরেক্ট লিংক প্রদান করা হয়। ভূমিকাটি ভাল করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন 🙂

দারুন

সরাসরি প্রিয় তে গেল……………

Level 0

দারুন

সাইফুল ইসলাম ভাই আপনার প্রতিটি টিউন ই আমার খুব ভাল লাগে । আর এই টিউনটির কথা আর বললাম না এক কথাই অসাধারন ।

এক কথায় অসাধারন

আমার অনেক ফাইল দেখি নাই

Level 0

Nice

Level 0

যেই লাউ সেই কদু …
ভাই মিডিয়া ফায়ার থেকে ফাইলগুলো লিংক এর মাধ্যমে কিভাবে অন্য সাইট এ আপলোড করবো…?

আমার ব্লগ এর একটা পোষ্ট ডিলেট হয়ে গেছে (ডিলেট করে দিয়েছে) যেটা সার্চ ইঞ্জিন এর এক নাম্বার এ ছিলো।কষ্টে আমার বুক ফেটে যায়।এই দুঃখে এখন আর ঠিক মত ব্লগ এ পোষ্ট করিনা।

Level 0

can u tell if i upload a free version without crack/ keygen. then ll it be deleted or not? ple ans.

Level 0

I ASK SOMETHINH DIDNT I? PLE PROVIDE UR EMAIL ID. I VE SOME QUESTIONS WITH THANKS