নিজে বনান আইকন কোন সফটওয়ার ছাড়াই

আমরা যারা টেকটিউনসে আছি মোটামোটি সবাই আইকন কাকে বলে জানি তবুও যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। কম্পিউটারে ফাইলগুলোর নামের পাশে ছোট একটি ছবি বা চিহ্ন দেখা যায় তাকে আইকন বলে। এই টিউনে আমরা শিখব কিভাবে আইকন তৈরি করতে হয়। এর জন্য আপনার আলাদা কোন সফটওয়ার লাগবে না। প্রথমে পেইন্ট ওপেন করুন তারপর ওপরের Image-এ একবার ক্লিক করুন, এখানে কিছু ওপশন আসবে যা থেকে আপনাকে Attributes -এ ক্লিক করতে হবে। যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে আপনাকে পেইজের মাপ নির্ণয় করতে হবে উচ্চতা (Hight) হবে 125 Pixel এবং প্রস্থ (Width) হবে 145 Pixel এবার ok করুন। এখানে আপনার ইচ্ছেমত একটি আইকন আকুন এবং এটিকে একটি নাম দিয়ে সেভ করুন লক্ষ রাখতে হবে যেন আইকনটি .bmp ফরম্যাটে থাকে। এবার My documents থেকে My pictures-এ আইকনটি সেভ করুন। আইকনটি Cut করে Local disk C:\Windows\System 32 ফাইলে পেস্ট করুন। আইকন তৈরি হয়ে যাবে। এবার যে ফাইলে আইকনটি সংযোজন করতে চান তাতে মাউসের ডান বাটন ক্লিক করে Properties\Change icon\Browse দিন। System 32 ফাইলটি খুলবে, আঁকা আইকনটি ফাইল থেকে নির্বাচন করে Apply, Ok করে বেরিয়ে আসুন।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

KHUB VALO JINIS …
THANKS.