আজ টেকস্পেট খুলে বেশ নতুনত্ব চোখে পড়ল।আমি সাধারণত রাইট ক্লিক করে Open Link in New Tab করে নতুন ট্যাবে পেজ খুলি।আজ যেই খুললাম দেখি এই মেসেজ দিচ্ছে।
আমি তো আনন্দে আটখানা ! আমার লেখা এখন আর কেউ কপি করে অন্য জায়গায় পেস্ট করে চালাতে পারবে না।
এমন সময় দেখি আমার দুই মেয়ে দুষ্টু মিষ্টি এল।
বললাম –দেখ আমার এই সাইট থেকে এখন আর কেউ চুরি করতে পারবে না।কি মজা বলতো ?
দুষ্টু জানতে চাইল –কেন কী হয়েছে বাবা ?
আমি বললাম-এই দেখ রাইট ক্লিক করলে এই মেসেজ চলে আসছে , কপি কিন্তু হচ্ছে না।
দুষ্টু একটু হাসল।
মিষ্টি বলল-বাবা ,তুমি এত সরল , একেবারে বাচ্চাদের মতো ! এই জন্য সকলে তোমাকে ঠকায়।
দুষ্টু মিষ্টিকে একটু হাল্কা ধমক দিয়ে বলল-তোর কবে বুদ্ধি হবে বলতো ! বাবার সাথে ঐ ভাবে কেউ কথা বলে ?
তারপর আমার দিকে ফিরে বলল-বাবা তুমি যত সহজে ভাবছ এটা কপি করা যাবে না , তা নয় কিন্তু। দেখ খুব সুরক্ষিত ওয়েবসাইট যেখানে হ্যাক হয়ে যাচ্ছে।সেখানে একটা ওয়েবপেজকে কপি করাটা কোনো ব্যাপারই নয়। বাড়িতে তালাচাবি দিয়ে রাখলে কাদের আটকানো যায় বলতো ? ভদ্রলোকেদের। তারা বাড়িতে এসে দেখল তুমি বাড়ি নেই, ভাবল ঠিক আছে কালকে আসব। । চোরডাকাতদের কাছে ওটা কিছুই নয় । তারা ওসব ভেঙেই চুরিডাকাতি করে। এটা ওদের কাছে জলভাত।
আমিতো ওদের কথাবার্তা শুনে একবারে হা হয়ে গেছি। বলে কী !
আমতা আমতা করে বললাম- তাহলে এখান থেকেও কপি করা যায় ? কী ভাবে করে !
দুষ্টু এবার মিষ্টির দিকে তাকিয়ে বলল-ঝামেলাটা যখন তুইই পাকিয়েছিস , তুইই বল।
মিষ্টি এসব কথার খুব একটা রেয়াত করে না।ভালো লাগুক বা মন্দ সেটা মুখের উপরেই বলে দেয়।কাউকে আঘাত দেবার জন্য যে করে তা নয়। এটা ওর প্রকৃতি।
আমার দিকে তাকিয়ে মিষ্টি বলল-তুমি তো জানোই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। কপি প্রটেক্টেড সাইট থেকে কপি নানা পদ্ধতিতে করা যায়।
পদ্ধতি -১ : Save As থেকে কপি করা
তুমি প্রথমে তোমার ওয়েব ব্রাউজার খোলো।সে Opera হোক ,ফায়ারফক্স হোক , বা ইন্টারনেট এক্সপ্লোরার হোক।ধরো তুমি ফায়ারফক্সে ঐ পেজটা খুলছো যেটা রাইট প্রটেকটেড, বা যেটা কপি করতে পারছো না। এবার তোমাকে পেজ টাকে সেভ করতে হবে ।তুমি ফাইল থেকে Save As অপসনে যাও দেখ নিচের মতো একটা উইন্ডো খুলবে ।
ওখানে Save as type অপসনে ক্লিক কর ।ওখান থেকে Text Files টা সিলেক্ট করে সেভ করো।
এবার ওটাকে নোট প্যাডে বা অফিসে খোলো ।
তাহলে দেখলেতো কপি করা গেল কিনা।
আমি দেখলাম ঠিকই তো।সোজা পথে এটা করা না গেলেও একটু ঘুরপথে তো করাই যায়।
দুষ্টু বললো-বাবা মিষ্টি যেটা বললো সটা সহজতম পথ।যারা এটার সব কিছু কপি করতে চাইবে তারা একটু অন্য ভাবে এটা করবে।
পদ্ধতি -২ : সোর্স থেকে কপি করা
প্রতিটা ওয়েব ব্রাউজারেই সোর্স দেখার অপসন থাকে।যে পেজটা কপি করা যাচ্ছে না।তারা সেই পেজটা খুলে তার সোর্সে ঢুকবে।
ফায়ারফক্সে
যদি তারা ফায়ারফক্স ব্যবহার করে তবে সোর্স দেখার জন্য তারা Ctrl+U চিপবে ।ঐ পেজটা তখন আবার রিলোড হবে।এবং পেজটা এই রকম দেখাবে ।
(সৌজন্যে-নিওফাইটের রাজ্যে )
এর থেকে প্রয়োজনীয় অংশ কপি করে নিলেই হল। এই দেখ আগে তো সিলেক্টই হচ্ছিল না, এবার দেখ নীল রঙে সিলেক্ট হয়েছে।
অবশ্য তুমি মূল যে পেজে কাজ করছিলে সেখানে ফিরে গিয়েও এবার সরাসরি কপি করতে পারবে।
অপেরাতে (Opera)
যদি অপেরা হয়।তবে সোর্স বের করার জন্য CtrL+F3 চিপতে হবে ।
ফায়ারফক্সের মতো সোর্সপেজ ঐ ভাবে খুলবে না এখানে ।কিন্তু এখন তুমি সাধারণ ভাবে যে ভাবে কপি করতে সেভাবেই কপি করতে পারবে।
ইন্টারনেট এক্সপ্লোরারে
যদি ইন্টারনেট এক্সপ্লোরার হয়, তবে View--- Source করলেই হবে।
বাকিটা একই রকম।
পদ্ধতি-৩ : Java ডিস্যাবেল করে
Opera -তে -১
দুষ্টু বলল- আরও একরকম করে তুমি কপি প্রটেক্টেড সাইট থেকে কপি করতে পারো।প্রথমে ঐ পেজের উপর রাইট ক্লিক কর।দেখ এই মেসেজ আসবে ওখানে দেখ Prevent this paje from creating additional dialogs নামে একটা ফাকা বক্স আসবে ।
ঐ বক্সটাতে টিক চিহ্ন বা চেক করে দাও।
সঙ্গে সঙ্গে এই অপসনটা খুলবে
এর Edit Site Preferences তে ক্লিক কর । নিচের উইন্ডো খুলবে।
এর Enable Java Scriptআপসনে যাও । ওটাকে নিচের মতো আনচেক করে দাও ।
এবার পেজ রিফ্রেশ কর।দেখ সব কপি করতে পারছ।
Opera -তে -২
দুষ্টু চুপ করতেই মিষ্টি বলল-বাবা , তুমি এই কাজটাই আর একভাবে করতে পারো।প্রথমে Opera এর সেটিংসে যাও।ওখান থেকে Preferences-এ যাও।
এবার যে উইন্ডোটা খুলবে তার Advanced ট্যাবে ঢোকো। তারপর Content অপসনে । দেখ Enable java Script অপসনটা চেক বা রাইট দেওয়া আছে।ওটাকে আনচেক করে দাও।মানে রাইট চিহ্ণ তুলে দাও।ছবিতে দেখ আমি ওগুলোকে ১ ,২,৩ করে বলে দিয়েছি ( Advance - Content -Enable Java Script)
এবার সাধারণ ভাবেই কপি করতে পারবে।
বললাম-ফায়ারফক্সেও কি এই ভাবে করা যায় ?
মিষ্টি বলল-কেন যাবে না ।
ফায়ারফক্সে
প্রথমে ফায়ারফক্সে - Tools -- Option
এবার যে নতুন উইন্ডো ওপেন হল সেখানে Content -- Enable Java Script-এ যাও । এটা দেখ রাইট চিহ্ন দেওয়া আছে।
ঐ বাক্স থেকে টিক চিহ্ন তুলে দাও ।
এবার OK করে বেরিয়ে যাও।ব্যাস হয়ে গেল।এবার কপি করা কোনো ব্যাপারই না।
আমি ভাবতে লাগলাম সত্যিই আজ আমাদের কোনোই নিরাপত্তা নেই।দেশের প্রতিরক্ষা সাইটগুলোই যেখানে হ্যাক হয়ে যায় সেখানে আমরা তো কোন চুনোপুটি। দরজায় তালা কেবল ভদ্রলোকেদের জন্যে , চোর ডাকাতদের কাছে ওটা নস্যি। দুষ্টু কথাটা মন্দ বলে নি।/em
আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।
জশ হইছে ! আমার এক বড় ভাই তার সাইট নিয়ে খুব গর্ব করেন যে কেউ তার লেখা কপি করতে পারবে না । আজকে তার সাইটে ট্রাই করবো 😀
ভাই জটিল কইছেন । আমার পক্ষ থেকে দুষ্টু মিষ্টি কে অসংখ্য ধন্যবাদ ।এগিয়ে চলুন ………………