আপনার LAN এর স্পীড বাড়িয়ে নিন এখনই……..

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো ই আছেন? সবার সুস্থতা কামনা করে আজকের পোষ্ট শুরু করতে যাচ্ছি। আজকে আমরা একটা ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী একটা টিপস শিখবো। এই টিপস দিয়ে আপনিও আপনার ল্যান (লোকাল এরিয়া নেটওয়্যার্ক) এর স্পীড বাড়িয়ে নিতে পারবেন। আর তা করতে হলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন।

• 1). কন্ট্রোল ম্যানেজার খুলুন.
• 2). ডিভাইস ম্যানেজার উপর ক্লিক করুন.
• 3). এখন continue ক্লিক করুন.
. 4).ডিভাইস ম্যানেজার উইন্ডোর নেটওয়ার্ক এডেপটার ও এটা উপর ডবল ক্লিক করুন.
• 5). এটা নতুন উইন্ডো খুলবে, এখানে ADVANCED ট্যাবে ক্লিক করুন.
• 6). এখন speed & douplexe সনাক্ত করুন তারপর ডান দিকে 100.mbps নির্বাচন.
• 7). OK ক্লিক.

এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত। আশা করছি আমার ছোট কিন্তু কার্যকরী এই টিপস আপনাদের অনেক উপকারে আসবে। সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ei kaaj korle speed ektuo barbe na.Never

    Level 0

    ভাইজান আমারটা বেড়েছে বলেই শেয়ার করা। বাদ বাকি আপনার ব্যক্তিগত ব্যাপার।

Level 0

আমার PC তে
VIA Technologies, Inc.
and LevelOne Technology, Corp.
এই দুইটা card লাগানো আছে। কিন্তু speed & douplexe option নাই।
আমি win XP use করি

Level 0

ভাই device manger এ গিয়ে স্টেপগুলো ফলো করুন, পেয়ে যাবেন।

Level 0

ভাই w7 এ তো কিছুই মিলতাছেনা।

Level 0

কি বলেন ভাই, windows 7 এ তো my computer এ রাইট বাটন প্রেস করলেই device manager option চলে আসে। একটু ভালো মতে খুঁজে দেখেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

Level 0

ভাই w7 এ device manager click করলে continue আশেনা। তারপর adaptert e click করলে কন নতুন উইন্ডো খুলেনা।

সেভেনে যদিও আপনার কমান্ড গুলো হুবহু মেলে না তার পরও কাজ করতে পেরেছি। দেখি যদি স্পীড বাড়ে তো ধন্যবাদ।

সেভেনে কমান্ড গুলো হুবহু মিলেছে । সবই করলাম। ধন্যবাদ ।

    Level 0

    আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত পেলেন। সবাই বলে যে পায় নাই।

Level 2

We are working for making our liker become popular in facebook by sharing their profile link.photo etc to our page and community if u also want to be popular in facebook like this page
http://www.facebook.com/pages/%C9%AE%CE%AD%CF%B2o%D0%BC%C9%9B-%D1%80o%C6%BF%C9%A5%C8%B4%C9%91%C9%BC-%D1%97%C9%B4-%C6%AD%C9%91%CF%B2%CF%B5%E1%B8%87%D1%B3%D1%B3%D2%9F/556788821039404

কাজ হয় না ভাই