প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনাকে আপনার কম্পিউটার যদি গান শোনায় তাহলে কেমন হয় একটু ভাবুন তো! হ্যাঁ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গান শোনাতে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, টাস্ক সিডিউলারে গান যুক্ত করে দিতে হবে। প্রথমে Start Menu -> All Programs -> Accessories -> System Tools -> Scheduled Task চালু করুন। Scheduled Task চালু হবার পর Add Scheduled task আইকনে ডাবল ক্লিক করুন। এবার Next -> Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের একটা অডিও গান(mp3, wma ইত্যাদি) নির্বাচন করুন। একটা নাম দিন(যেকোন নাম)। Daily সিলেক্ট করে Next ক্লিক করুন।
প্রতিদিন কোন সময়ে গানটি শুনতে চান তা Start time: এ ঠিক করে দিন। Next ক্লিক করুন। আপনার লগিন পাসওয়ার্ড লিখে Next ক্লিক করুন। সর্বশেষে Finish বাটনে ক্লিক করুন। এখন থেকে আপনার কম্পিউটার আপনাকে আপনার পছন্দের গানটি শোনাবে প্রতিদিন।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂