মাইক্রোসফট অফিসে খুব সুন্দর দুটি নতুন জিনিস যোগ করুন

অফিস এপ্লিকেশনে ট্যাব আনুন ফটোশপ বা ইন্টারনেট ব্রাউজারের মতো...

অফিস এপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলোতে আমরা একাধিক ফাইল খুললে এগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে টাস্কবারে জমা
হতে থাকে। যখন যে ডকুমেন্ট প্রয়োজন তার উপরে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এতে সমস্যা হলো খুঁজে বের করতে সমস্যা হয়। আর সময়ও অপচয় হয়। কিন্তু এমন যদি হয়, ফটোশপ কিংবা ইন্টারনেট ব্রাউজারগুলোর মতো উপরের দিকে ট্যাব করে অনেকগুলো ডকুমেন্ট খুলে রাখা যায় তাহলে নিশ্চয়ই খুব ভাল হবে। এ কাজটি করতে হলে ১২ মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তাহলেই নিচের ছবির মতো ট্যাব তৈরি হবে।

ডাউনলোড করুন: লিংক ১, লিংক ২

অফিস 2007 বা 2010 এ Menu আনুন 2000 বা 2003 এর মতোই

আমরা যারা অফিস ২০০৭ বা ২০১০ ব্যবহার করতে ইচ্ছুক তার ইন্টল করার পর যখন দেখি Menu
নেই তখন ভয়ে আবার ২০০০ বা ২০০৩ এ ফিরে যাই। আর ভয়ের কিছু নেই। এবার অফিস ২০০৭ বা ২০১০ এ Menu দিয়েই কাজ করুন। এখান ক্লিক করে একটি ৩০০ কিলোবাইটের সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিন।
দেখবেন এই রকম একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। এখানে File, Edit, View সহ আগের সব Menu ই পাবেন।
আমার প্রথম পোস্ট। যাদের জানা নেই শুধু তাদের জন্য.....

Level 0

আমি মোমেন আবদুর রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমারে বাঁচাইলেন।

অনেক অনেক ধন্যবাদ ভাই, এই জিনসটা আমার খুব দরকার ছিল। ভালো থাকবেন

Level 0

office tab enterprise edition download-

http://www.mediafire.com/?seosr6ge6tr3na2

password: freesoft88

যারা আমায় ধন্যবাদ দিয়ে ধন্য করেছেন তাদের জন্য রইল শুভ কামনা। এটা আমার প্রথম পো্স্ট। ভবিষ্যতে চেষ্টা করব আরো ভাল কিছু দিতে। আর আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ এন্টারপ্রাইজ এডিশন টা দেয়ার জন্য।

Level 0

যারা ২০০৭ অথবা ২০১০ ব্যবহারে অভ্যস্ত নয় তাদের জন্য এটি খুবই কাজের জিনিস। ধন্যবাদ আপনাকে।